থাইল্যান্ডে ডে–কেয়ার সেন্টারে সাবেক পুলিশ কর্মকতার গুলি, শিশুসহ নিহত ৩১

গুলি
প্রতীকী ছবি: রয়টার্স

থাইল্যান্ডে একটি শিশু দিবা যত্নকেন্দ্রে (প্রি–স্কুল ডে–কেয়ার সেন্টার) সাবেক এক পুলিশ কর্মকর্তার গুলিতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর–পূর্বাঞ্চলীয় নং বুয়া লাম্ফু প্রদেশে এ ঘটনা ঘটেছে। বন্দুকধারী ওই পুলিশ কর্মকর্তা পলাতক।

পুলিশ জানিয়েছে, পান্যা খামরাব নামের ওই পুলিশ কর্মকর্তাকে সম্প্রতি চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। পান্যা খামরাব শিশু দিবা যত্নকেন্দ্রে থাকা শিশু ও প্রাপ্তবয়স্কদের গুলির পাশাপাশি ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন। এতে শিশুসহ প্রাপ্তবয়স্করাও হতাহত হয়েছেন। এ হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

গুলি করে পালিয়ে যাওয়া সাবেক পুলিশ কর্মকর্তা পান্যা খামরাব।
ছবি: এএফপি

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডে ব্যাপক গোলাগুলির ঘটনা খুব একটা ঘটে না। ২০২০ সালে নাখোন রাতচিসিমা শহরে একজন সৈন্য হামলা চালিয়ে ২১ জনকে হত্যা করেছিলেন। ওই ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছিল।