নারীর প্রতি তালেবানের আচরণ মানবতাবিরোধী অপরাধের শামিল: জাতিসংঘ

আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় শিশুসহ একজন নারী
ছবি: রয়টার্স

আফগানিস্তানে ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান দেশটির মেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে যেতে দিচ্ছে না। নারীদের পার্ক ও জিমনেসিয়ামে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। নারী ও মেয়েশিক্ষার্থীদের ওপর তালেবানের এ আচরণ মানবতাবিরোধী অপরাধের শামিল। গতকাল শুক্রবার এ মন্তব্য করেছেন জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল।

আফগানিস্তানে নারী ও মেয়েদের নিয়ে এই মূল্যায়ন দিয়েছেন আফগানিস্তানবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট এবং আরও নয়জন বিশেষজ্ঞ। তাঁরা বলেছেন, নারী ও মেয়েদের প্রতি আচরণ রোম সংবিধি অনুযায়ী বিশেষ লিঙ্গের মানুষকে নিগ্রহের শামিল। আফগানিস্তানও ওই সংবিধিতে স্বাক্ষরকারী একটি দেশ।

জাতিসংঘের এই মূল্যায়নের প্রতিক্রিয়ায় আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি বলেছেন, ‘নারীদের অধিকার ও সমতার কথা বলে শাস্তির নামে আফগানিস্তানের নির্দোষ মানুষের ওপর জাতিসংঘের পক্ষ থেকে যেসব নিষেধাজ্ঞা আছে, সেগুলোই যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের শামিল।’  

জাতিসংঘের ওই বিশেষজ্ঞ দল এক বিবৃতিতে বলেছে, নারীদের তাঁদের ঘরের মধ্যে বন্দী করে রাখার বিষয়টি কারাবাসের সমতুল্য। এতে করে নারীদের ওপর পারিবারিক সহিংসতা বেড়ে যাবে। মানসিক সমস্যায় ভুগবেন নারীরা। এ মাসে নারী অধিকারকর্মী জারিফা ইয়াকুবির গ্রেপ্তারের বিষয়টিও উল্লেখ করেছেন তাঁরা।