শক্তিশালী ভূমিকম্পের পরও এ বছর ৪ কোটি পর্যটক পাওয়ার আশা থাইল্যান্ডের
চলতি বছর ৩ কোটি ৮০ লাখ বিদেশি পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করতে পারেন। গতকাল সোমবার দেশটির পর্যটন মন্ত্রণালয়ের দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে।
গত শুক্রবার থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর তিন দিন পর পর্যটক সম্পর্কে এমন পূর্বাভাস দিল দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম পর্যটনসমৃদ্ধ দেশ থাইল্যান্ড।
গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক সংবাদ সম্মেলনে পর্যটনমন্ত্রী সোরাওং থিয়েনথং এসব তথ্য জানান। তিনি বলেন, ভূমিকম্পের প্রভাব সাময়িক। গত শুক্রবার আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পে অসংখ্য ভবন ও স্থাপনা ধসে পড়েছে। এ পরিস্থিতির মধ্যেই পর্যটক নিয়ে ইতিবাচক পূর্বাভাস দিচ্ছে দেশটি।