মিয়ানমারে জরুরি অবস্থা আরও ছয় মাস বাড়ল

মিং অং হ্লাইং

মিয়ানমারে আরও ছয় মাসের জন্য জরুরি অবস্থা জারি রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন জান্তা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের চার বছর পূর্তির এক দিন আগে জরুরি অবস্থা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

মিয়ানমারের জান্তা ২০২১ সালে ১ ফেব্রুয়ারি দেশটিতে ১ বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, মিয়ানমারের প্রেসিডেন্ট এবং আরও কয়েকজন মন্ত্রীকে আটকের পর এ ঘোষণা দেওয়া হয়। এর পর থেকে কয়েক দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে সেনাবাহিনী উৎখাত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে।

জান্তা এ বছর মিয়ানমারে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে। অবশ্য সামলোচকেরা বলছেন, জেনারেলদের ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রহসনমূলক নির্বাচন আয়োজন করা হতে পারে।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এমআরটিভির টেলিগ্রাম চ্যানেলে জরুরি অবস্থা বাড়ানোর ঘোষণা দিয়ে বলা হয়, সাধারণ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য এখনো অনেক কাজ বাকি আছে। বিশেষ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে স্থিতিশীলতা ও শান্তি অর্জন করা প্রয়োজন।

মিয়ানমারে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়নি। তবে জান্তার পক্ষ থেকে এ নিয়ে পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। যদিও জান্তাকে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর হামলা মোকাবিলা করতে হচ্ছে। বিভিন্ন এলাকায় জান্তার সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটছে এবং জান্তাকে পিছু হটতে বাধ্য করছে বিদ্রোহীরা।