বোয়িংয়ের কাছ থেকে ৭৮০ কোটি ডলারে ৫০টি উড়োজাহাজ কিনছে ভিয়েতনাম
মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ৫০টি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কিনছে ভিয়েতনাম এয়ারলাইনস। গত সোমবার বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৮০ কোটি ডলার মূল্যে উড়োজাহাজগুলো বিক্রিতে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে। হোয়াইট হাউস থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে।
বোয়িংয়ের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে ভিয়েতনাম এয়ারলাইনস কর্তৃপক্ষ তাদের পুরোনো ‘এই-এ৩২১ উড়োজাহাজ’ বাতিল করতে যাচ্ছে। এর স্থলে যাত্রী পরিবহনে তারা ব্যবহার করবে আধুনিক ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ। তবে উড়োজাহাজগুলোর সরবরাহ পেতে কয়েক বছর লেগে যেতে পারে।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ভিয়েতনাম সফরের সময় তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের প্রযুক্তি ও বিমান চলাচল–সংক্রান্ত প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের আলোচনা হয়। রাজধানী হ্যানয়ে ওই আলোচনায় হয়।
এর আগে ২০২২ সালের জুলাইয়ে ভিয়েতনামের আরেক বিমান পরিবহন সংস্থা ভিয়েতজেটের সঙ্গেও বোয়িংয়ের চুক্তি হয়েছে। ওই চুক্তির আওতায় বেসরকারি ভিয়েতজেটের কাছে ২০০টি উড়োজাহাজ বিক্রি করবে বোয়িং।
বিশ্বের বিমান সংস্থাগুলোর বাণিজ্যিক কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, করোনো অতিমারিজনিত বিধিনিষেধ শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ভিয়েতনামের বিমান চলাচলব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এ ক্ষেত্রে বিশ্বে দেশটির অবস্থান পঞ্চম। আশা করা হচ্ছে, ২০৩৫ সাল নাগাদ ভিয়েতনামের বিমানবন্দরগুলো দিয়ে বছরে প্রায় ১৫ কোটি মানুষ যাতায়াত করবেন।
ভিয়েতনামের কাছে উড়োজাহাজগুলো সরবরাহের জন্য বোয়িংয়ের ছয়টি সরবরাহকারী প্রতিষ্ঠান কাজ করবে। এসব প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।
এদিকে ভিয়েতনামে সামরিক সরঞ্জাম সরবরাহ নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও হ্যানয়ের মধ্যে আলোচনা চলছে। বোয়িং ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানিগুলো ভিয়েতনামের কাছে ড্রোন ও হেলিকপ্টারের মতো সামরিক সরঞ্জাম বিক্রির জন্য চুক্তি করছে।