এ বছর মিয়ানমারে জান্তার হাতে ১৬৫ শিশুর মৃত্যু
মিয়ানমারে এ বছর জান্তার দমন–পীড়নে ১৬৫ শিশু হত্যার শিকার হয়েছে। দেশটির জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকার এক বিবৃতিতে এ অভিযোগ তুলেছে। তাদের মতে, এ সংখ্যা আগের বছরের তুলনায় ৭৮ শতাংশ বেশি। খবর দ্য গার্ডিয়ানের।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এর কারণে দেশটিতে দেখা দেয় রাজনৈতিক সংকট ও জান্তাবিরোধী বিক্ষোভ। এর পর থেকে মিয়ানমারজুড়ে বিক্ষোভ দমনের নামে চলছে জান্তার দমন–পীড়ন।
চলতি বছর মিয়ানমারে জান্তার বিমান হামলা ও গোলার আঘাতে বেশির ভাগ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ জাতীয় ঐক্যের সরকারের। এ বিষয়ে বেলজিয়ামভিত্তিক থিঙ্কট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) মিয়ানমারের জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিয়ান গতকাল বুধবার বলেন, ‘শিশুহত্যা নিয়ে মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারের এ তথ্য বিশ্বাস না করার কারণ নেই।’
থমাস কিয়ান জাতীয় ঐক্যের সরকারের নারী, যুবক ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, জান্তা বাহিনী নিজ দেশের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা অব্যাহত রেখেছে। বাদ যাচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানও। তাই জান্তার গোলা ও বিমান হামলায় শিশুমৃত্যুর সংখ্যা আগের চেয়ে বেড়েছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে মিয়ানমারের সাগাইংয়ে অঞ্চলে জান্তার বিমান হামলায় ১২টির বেশি শিশু প্রাণ হারায়। এরপর গত নভেম্বরে রাখাইন রাজ্যে জান্তার গোলার আঘাতে প্রাণ যায় আরও কয়েক শিশুর। এর আগে ২০২১ সালের বড়দিনের সময় কায়াহ রাজ্যে জান্তার হামলায় শিশুমৃত্যুর ঘটনা ঘটেছিল।