ভূমিকম্পের সময় ভবনের ছাদের সুইমিংপুল থেকে গড়িয়ে পড়ল পানি

ভূমিকম্পের ফলে বহুতল ভবনের ছাদে অবস্থিত সুইমিংপুল থেকে নিচে পানি পড়ছেছবি: বিবিসির ভিডিও থেকে নেওয়া

মিয়ানমারে আজ শুক্রবার পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুধু মিয়ানমার নয়, এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ও শহরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মান্দালয়ে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে মিয়ানমার ও প্রতিবেশী থাইল্যান্ডে বেশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভূমিকম্পের কারণে সৃষ্ট কম্পনে একটি ভবনের ছাদের ওপর থাকা সুইমিংপুল থেকে পানি নিচে সড়কে পড়তে দেখা যায়। ওই ঘটনার একটি ভিডিও বিবিসিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ্যমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রাজধানী ব্যাংককে প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ বসবাস করেন। তাঁদের অধিকাংশই সুউচ্চ ভবনে ফ্ল্যাট বাড়িতে বসবাস করেন।