বাসিল রাজাপক্ষে ৪ মাসে বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন
শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছেন। বাসিল রাজাপক্ষেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। গতকাল শুক্রবার দেশটির গণমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন বাসিল রাজাপক্ষের আইনজীবীর। এরপরই প্রধান বিচারপতি জয়ন্ত জয়াসুরিয়ার নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির একটি বেঞ্চ বাসিলকে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন।
এর আগে সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ এবং সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষককে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশ ত্যাগ করতে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ জারি করেছিল।
শ্রীলঙ্কার সাঁতারু এবং কোচ জুলিয়ান বোলিং, সিলন চেম্বার অব কমার্সের সাবেক চেয়ারম্যান চন্দ্র জয়রত্নে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দায়ের করা একটি মৌলিক অধিকার প্রশ্নের এক আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এ আদেশ দিয়েছেন। আবেদনকারীরা শ্রীলঙ্কার অর্থনীতিতে আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আদেশ চেয়ে এ আবেদন করেছিলেন।
শ্রীলঙ্কা অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটের প্রেক্ষাপটে গত মার্চ মাসে দেশটির হাজারো মানুষ রাজপথে নেমে আসেন। তাঁরা লাগাতার সরকারবিরোধী আন্দোলন করে আসছেন। গণবিক্ষোভের মুখে গত জুলাইয়ে দেশত্যাগ করে পালানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশে ফিরেছেন।
স্বল্পমেয়াদি ভিসা নিয়ে থাইল্যান্ডে অবস্থানরত গোতাবায়া সিঙ্গাপুর হয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার পর শ্রীলঙ্কায় ফেরেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দেশটির মন্ত্রী ও রাজনীতিকেরা।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ার বড় ভাই মাহিন্দা। তিনি গত মে মাস পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। গণবিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন। গোতাবায়ার ছোট ভাই বাসিল। তিনি দেশটির অর্থমন্ত্রী ছিলেন।
গত ৯ মে মাহিন্দা পদত্যাগ করেন। পরে ছেলে নামাল রাজাপক্ষে জানান, তাঁর বাবা দেশ থেকে পালিয়ে যাবেন না।