আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৬
আফগানিস্তানের মাজার–ই–শরিফ ও কুন্দুজ শহরে বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মাজার–ই–শরিফের শিয়া মসজিদ লক্ষ্য করে একটি হামলার ঘটনা ঘটে। খবর এএফপির।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটস (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। বালখের প্রাদেশিক জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র আহমেদ জিয়া জিন্দানি বলেন, জোহরের নামাজের পর মসজিদে হামলা হয়। এতে ১২ জন নিহত হন। এ ঘটনায় ৫৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক।
কুন্দুজ শহরে তালেবান সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন চারজন। আহত হয়েছেন ১৮ জন।