ডেঙ্গু চিকিৎসায় আশার আলো

এডিস মশা
ছবি: রয়টার্স

বিভিন্ন দেশে প্রতিবছরই ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। রোগটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। তবে মশাবাহিত এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এরই মধ্যে আশার খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের তৈরি মুখে খাওয়ার একটি ওষুধ ডেঙ্গুর একটি ধরনের বিরুদ্ধে কার্যকর বলে দেখা গেছে।

কয়েকজন ডেঙ্গু রোগীর ওপর ওই ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে প্রাথমিক সফলতা পাওয়া গেছে বলে আজ শুক্রবার জানিয়েছে জনসন অ্যান্ড জনসন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মারনিক্স ভ্যান লক বলেছেন, ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে এই প্রথম কোনো ওষুধের কার্যকারিতা দেখা গেল।

ওষুধটি নিয়ে পরীক্ষা চালানো হয়েছিল জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল ও পাবলিক হেলথে। পরীক্ষায় অংশ নেওয়া ১০ জনকে প্রথমে উচ্চ মাত্রায় ওই ওষুধ দেওয়া হয়েছিল। এর পাঁচ দিন বাদে তাঁদের শরীরে ডেঙ্গুর ভাইরাস প্রবেশ করানো হয়। এরপর টানা ২১ দিন ধরে ওষুধটি খাওয়ানো হয়। তাঁদের রক্ত পরীক্ষা করে ছয়জনের শরীরে ডেঙ্গুর সংক্রমণ দেখা যায়নি।

প্রথম পরীক্ষায় সফলতা পাওয়ার পর এবার দ্বিতীয় ধাপে পরীক্ষা চালাচ্ছে জনসন অ্যান্ড জনসন। ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকে এমন অঞ্চলগুলোয় এ পরীক্ষা চালানো হচ্ছে। এবার ওষুধটি ডেঙ্গুর চারটি ধরনের বিরুদ্ধে কতটা কার্যকর, তা দেখা হবে। এরপর আরও এক ধাপে পরীক্ষা চালানো হবে।  

শেষ পর্যন্ত ওষুধটি বড় পরিসরে কার্যকর প্রমাণিত হলে তা দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোতে কতটা সহজলভ্য হবে, তা নিয়ে একটি প্রশ্ন রয়েছে। জনসন অ্যান্ড জনসনের কর্মকর্তা মারনিক্স ভ্যান লক বলেন, ‘আমরা এ নিয়ে কাজ করছি।’