২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সুদানে প্রায় দেড় কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে: আইওএম

সুদানের পোর্ট সুদানে একটি স্কুলে তাঁবুর নিচে আশ্রয় নিয়েছেন বাস্তুচ্যুত মানুষেরাছবি: রয়টার্স ফাইল ছবি

আফ্রিকার দেশ সুদানে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় সরে যেতে বাধ্য হয়েছে। তাদের কেউ দেশের ভেতরে অন্য কোনো জায়গায় আশ্রয় নিয়েছে, আবার কেউ সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে চলে গেছে। গৃহযুদ্ধকবলিত দেশটিতে শুধু গত মাস থেকেই প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ গতকাল মঙ্গলবার এসব কথা বলেছেন।

অ্যামি পোপ সাংবাদিকদের বলেন, ‘দেশের ১ কোটি ১০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ৩১ লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়েছে। সুতরাং সব মিলে এখন ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় ছুটে বেড়াচ্ছে।’

অ্যামি পোপ পরে বলেন, ২০২৩ সালের এপ্রিলে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে বাস্তুচ্যুত হওয়া কিছু মানুষকেও এ হিসাবের অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত বছরের ১৫ এপ্রিল থেকে আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং জেনারেল মোহাম্মদ হামদান হেমেদতি দাগালোর অনুসারী আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই চলছে। একসময় মিত্র ছিল দুই বাহিনী। ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের রাষ্ট্রক্ষমতা দখল করে তারা। কিন্তু আরএসএফকে সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।