ব্রিকসের সদস্য হতে ইরান, সৌদিসহ ৬ দেশকে আমন্ত্রণ
বিকাশমান পাঁচ অর্থনীতির জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ব্রিকসের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার ছয় দেশকে এ আমন্ত্রণ জানানো হয়।
আমন্ত্রণ পাওয়া দেশ ছয়টি হলো আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন চলছে। সম্মেলন চলাকালে এক সংবাদ সম্মেলনে ছয় দেশকে ব্রিকসের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর ঘোষণা দেওয়া হয়।
দেশ ছয়টিকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ব্রিকস নেতারা আজ একমত হন বলে জানায় সিনহুয়া।
ব্রিকসে দেশ ছয়টির সদস্যপদ ২০২৪ সালের ১ জানুয়ারি কার্যকর হবে। আজকের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
সিরিল রামাফোসা বলেন, ‘আমরা ব্রিকসের অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে অন্যান্য দেশের স্বার্থকে গুরুত্ব দিই।’
ব্রিকসের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু হয়। আজ এই সম্মেলনের শেষ দিন।
ব্রিকসভুক্ত পাঁচ দেশ ছাড়াও এই জোটে যুক্ত হতে আগ্রহী দেশগুলোর প্রতিনিধিরা জোহানেসবার্গে সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলন শুরুর আগে দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা জানিয়েছিলেন, ৪০টির বেশি দেশ ব্রিকসে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।