বানরের জরুরি অ্যালার্মে হয়রান নিরাপত্তারক্ষীরা

প্রতীকী ছবি। এআই আর্ট/প্রথম আলো

দক্ষিণ আফ্রিকার একটি বাড়ি থেকে কিছুক্ষণ পরপরই জরুরি অ্যালার্মের সংকেত আসছিল। ওই সংকেত দেখে ওই বাড়ির মালিককে বিপদ থেকে মুক্ত করতে নিরাপত্তা বাহিনীর একটি দলকে সেখানে পাঠানো হয়।

সিকিউরিটি প্রতিষ্ঠান এমআই৭ ন্যাশনাল গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছে, বড়দিনের এক দিন পরই নর্থডেল এলাকার একটি বাড়ি থেকে তাদের নিয়ন্ত্রণকক্ষে বারবার জরুরি অ্যালার্মের সংকেতবার্তা আসছিল। বিষয়টি তাদের চিন্তিত করে তোলে। তারা ভাবছিল, নিশ্চয় কোনো ব্যক্তি বড় কোনো বিপদে পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলা হয়, তাদের মধ্যে এমন ভাবনা জন্ম নেয়, নিশ্চয় তাদের কাছ থেকে নিরাপত্তাসেবা নেওয়া ব্যক্তিটি বড় কোনো বিপদে পড়েছেন। বিষয়টি চিন্তা করে তারা দ্রুত ওই বাসায় নিরাপত্তারক্ষীদের কয়েকটি ইউনিট পাঠিয়ে দেয়।

সেখানে যাওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের সেবাগ্রহীতার কাছ থেকে যা শুনলেন, তাতে তাঁদের চক্ষু চড়কগাছ।

বার্তায় আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর প্রথম দলটি বাড়ির সামনে আসার পর সেবাগ্রহীতা তাঁদের জানান, তিনি কোনো জরুরি অ্যালার্মের সংকেত দেননি। একটি বানর তাঁর ঘরে ঢুকে ওই জরুরি সংকেত পাঠানোর দূরনিয়ন্ত্রণ বোতামটি চুরি করে নিয়ে গেছে।

ওই ব্যক্তি বলেন, বানরটি বোতাম নিয়ে ঘর থেকে পালিয়ে গেছে। এ কারণে নিরাপত্তাকর্মীরা ওই বোতামের সংকেত পাচ্ছেন। মনে হচ্ছে, বানরটি কোথাও বসে ওই বোতামে চাপ দিচ্ছে।

নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় আরও লিখেছেন, ‘ঘটনাটি বেশ অস্বাভাবিকই বটে। তবে সেবাগ্রহীতা ওই ব্যক্তি দূরনিয়ন্ত্রণ বোতামের ‘চোরকে’ তাড়া করার পক্ষে নন। তিনি ওই ‘লুণ্ঠনকারীকে’ সেই জিনিস নিয়ে নিরাপদে চলে যেতে দিতে চান।