উড়োজাহাজে উড়িয়ে মাকে মক্কা নিয়ে গেল পাইলট ছেলে
সন্তানকে প্রাণ দিয়ে ভালোবাসেন মা। সন্তানের সাফল্য ও মঙ্গলের জন্য আত্মত্যাগ করে যান হাসিমুখে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার গল্প মুখে মুখে।
তবে এই গল্পটা মায়ের জন্য এক সন্তানের ভালোবাসার গল্প। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গল্প বেশ সাড়া ফেলেছে। সেই সূত্র ধরে এ নিয়ে গত বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।
এক মায়ের স্বপ্ন ছিল তাঁর ছেলে বড় হয়ে পাইলট হবে। একদিন তাঁকে উড়োজাহাজে উড়িয়ে মক্কায় নিয়ে যাবে। ছেলে বড় হয়ে মায়ের সেই স্বপ্ন সত্যি করেছে।
টুইটারে এক পোস্টে আমির রশিদ ওয়ানি নামের এক ব্যক্তি পাইলট ছেলে ও বহু বছর আগে লেখা তাঁর মায়ের একটি চিঠি পোস্ট করেছেন। পোস্টটি এ রকম, ‘আমার মা স্কুলের জন্য একটি কার্ড লিখে বুকে ঝুলিয়ে দিতেন। আমাকে বলতেন যখন তুমি পাইলট হবে তখন তোমার উড়োজাহাজে আমাকে মক্কায় নিয়ে যেও। আজ উড়োজাহাজে পবিত্র কাবাঘরের যাত্রীদের একজন আমার মা। আর আমি এই ফ্লাইটের পাইলট।’
তবে এই ছেলে ও মায়ের নাম বা তাঁরা কোথায় থাকেন তা ওই পোস্টে উল্লেখ করা হয়নি।
টুইটারের এই পোস্টে ২০ হাজারেরও বেশি লাইক পড়েছে। পোস্টটি রিটুইট হয়েছে ২ হাজার ৩০০ বারের বেশি। মন্তব্য পড়েছে অনেক। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই অনুপ্রেরণামূলক পোস্টটি পছন্দ করেছেন। মায়ের স্বপ্নপূরণের জন্য পাইলটকে ভালোবাসা জানিয়েছেন। একজন ব্যবহারকারী টুইট করেছেন, ‘আমি সত্যি সত্যি কাঁদছি। এটা খুব সুন্দর একটি ঘটনা।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বিশ্বাস শক্তিশালী, মা-বাবার দোয়াও সমান শক্তিশালী।’
আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আপনি যদি দৃঢ়সংকল্পবদ্ধ হন তাহলে আপনার স্বপ্ন সব সময় সত্য হবে।’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। তাই আপনি সৌভাগ্যবান ছেলে।’