ইতিহাসের এই দিনে: ফ্রান্সে বিলুপ্ত রাজতন্ত্র
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২১ সেপ্টেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
ফরাসি সাম্রাজ্যের সবশেষ সম্রাট ছিলেন ষোড়শ লুই। ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে দেশটিতে রাজতন্ত্রের পতন ঘটে। শুরু হয় জনগণের শাসন। ১৭৯২ সালের ২১ সেপ্টেম্বর ফরাসি আইনসভার সদস্যরা রাজতন্ত্র পতনের পক্ষে ভোট দেন। যদিও এর এক বছর আগে ষোড়শ লুইয়ের বেশির ভাগ ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল।
জার্মান ভাষায় বাইবেল অনুবাদ
ধর্মগ্রন্থ পবিত্র বাইবেলের নিউ টেস্টামেন্টের জার্মান অনুবাদ প্রকাশিত হয় ১৫২২ সালের এই দিনে। লাতিন ভাষা থেকে এটি অনুবাদ করেন জার্মান সংস্কারক মার্টিন লুথার। জার্মানভাষী খ্রিষ্টধর্মাবলম্বীদের মধ্যে বাইবেলের বার্তা আরও ভালোভাবে ছড়িয়ে দিতে জার্মান ভাষায় অনুবাদ করা হয়।
গ্রহাণুতে জাপানি যান
২০১৮ সালের ২১ সেপ্টেম্বর জাপানের পাঠানো একটি রোবাটিক যান গ্রহাণুতে অবতরণ করে। পরে পৃথিবীতে ফিরে আসে রোবটটি। তার আগে গ্রহাণুর ছবি তুলে পৃথিবীতে পাঠায়। এটাই ছিল গ্রহাণুতে কোনো রোবোটিক যান অবতরণের প্রথম ঘটনা।
ক্রিস গেইলের জন্মদিন
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল। ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় তিনি। আজ গেইলের জন্মদিন। ১৯৭৯ সালের ২১ সেপ্টেম্বর তাঁর জন্ম।
সম্রাটের বিরুদ্ধে মায়ের অবস্থান
চীনের সম্রাট গুয়াংজু ১০০ দিনের সংস্কার প্রকল্প হাতে নিয়েছিলেন। এর মধ্য দিয়ে আধুনিক চীনের ভিত্তি গড়তে চেয়েছিলেন তিনি। তবে সম্রাটের মা সম্রাজ্ঞী দোয়াগার সিজিরের এই সংস্কারে সায় ছিল না। ফলে তিনি তাঁর পালকপুত্র সম্রাট গুয়াংজুকে বন্দী করেন, নিয়ন্ত্রণ নেন পুরো কিং সাম্রাজ্যের। ১৮৯৮ সালের ২১ সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছিল।