ছবিতে দেশে দেশে বর্ণিল বর্ষবরণ

শুভ নববর্ষ। ২০২৫ সালের সূচনার সঙ্গে বিদায় নিয়েছে ২০২৪। ঘড়ির সেকেন্ডের কাঁটা ১২টা ছোঁয়ার সঙ্গে সঙ্গে নানা রঙের আলোকচ্ছটায় উজ্জ্বল হয়ে ওঠে বিশ্বের বিভিন্ন শহরের রাতের আকাশ। উল্লাসে মেতে ওঠে মানুষ। বর্ণিল আলোকচ্ছটা আর নানান উৎসব–আয়োজনে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। সেসব ছবি নিয়ে এই আয়োজন—

১ / ৮
নাচের তালে নতুন বছরকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছেন নৃত্যশিল্পীরা। বালি, ইন্দোনেশিয়া
ছবি: এএফপি
২ / ৮
বর্ষবরণের উদ্‌যাপনে রঙিন হয়েছে অপেরা হাউসের আকাশ। সিডনি, অস্ট্রেলিয়া
ছবি: রয়টার্স
৩ / ৮
নতুন বছরকে স্বাগত জানানোর প্রাক্কালে বড় পর্দায় দেখানো হচ্ছে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ। বেইজিং, চীন
ছবি: এএফপি
৪ / ৮
আকাশচুম্বী অট্টালিকা ছাপিয়ে আলোকচ্ছটায় উজ্জ্বল হয়ে উঠেছে ম্যানিলা সিটি সেন্টারের আকাশ। ম্যানিলা, ফিলিপাইন
ছবি: রয়টার্স
৫ / ৮
গ্র্যান্ড প্যালেসের আকাশে বর্ণিল আলোকচ্ছটা। ব্যাংকক, থাইল্যান্ড
ছবি: রয়টার্স
৬ / ৮
পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে আশতবাজি ফুটিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। কুয়ালালামপুর, মালয়েশিয়া
ছবি: এএফপি
৭ / ৮
চীনে নতুন বছরকে স্বাগত জানানো হয় নেচেগেয়ে
ছবি: এএফপি
৮ / ৮
হংকংয়ে ভিক্টোরিয়া হারবারে আলোকচ্ছটায় রঙিন আকাশ
ছবি: এএফপি