কানাডার মিচেল রুডি। কুকুর খুব ভালোবাসেন। চান প্রতিটি কুকুর একটি নিরাপদ জীবন পাক। থাকার জন্য ভালো জায়গা পাক। এ জন্য তিনি কুকুর দত্তক নেওয়ার পক্ষে প্রচার চালান। প্রভুভক্ত এই প্রাণীর প্রতি ভালোবাসা থেকে এ কাজ করেন তিনি।
কুকুর দত্তকের পক্ষে প্রচার চালাতে এবার রুডি অভিনব এক কাজ শুরু করেছেন। তিনি একা ৩৮টি কুকুর নিয়ে আধা মাইলের বেশি পথ ভ্রমণ করেছেন, গড়েছেন নতুন একটি বিশ্ব রেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রুডি এখন একসঙ্গে সবচেয়ে বেশি কুকুর নিয়ে ভ্রমণে বের হওয়া ব্যক্তি।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ কোরিয়ার গোয়েসান কাউন্টির এক ব্যক্তি। তিনি একসঙ্গে ৩৬টি কুকুর নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন। রুডি যেসব কুকুর নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন, সেগুলো কোরিয়ান কে৯ রেসকিউ শেল্টার (কেকে৯আর) থেকে পাঠানো।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে রুডি বলেন, ‘এসব কুকুরের কয়েকটি “পাপি মিল ইন্ডাস্ট্রি”(যেখানে পোষা প্রাণী হিসেবে বাজারে বিক্রির জন্য বাণিজ্যিক ভিত্তিতে কুকুরছানা জন্ম দেওয়া হয়) থেকে নেওয়া। আবার মাংসের জন্য কুকুর পালা হয়, এমন এলাকা থেকে উদ্ধার করে আনা হয়েছে।’
কোরিয়াসহ বিশ্বের কয়েকটি দেশে কুকুরের মাংস খাওয়ার প্রচলন রয়েছে। কেকে৯আর ছাড়াও কোরিয়ার আরও কয়েকটি সংস্থা এসব কুকুর উদ্ধার করেছে বলে জানান রুডি। তিনি বলেন, ‘(কুকুর) উদ্ধারকাজ করতে গিয়ে স্থানীয় মানুষের প্রবল আপত্তির মুখে পড়তে হয়। তারা (কুকুর) অসাধারণ প্রাণী, থাকার জন্য একটি ভালো স্থান তাদের প্রাপ্য, তারা খুব সামান্য ভালোবাসা চায়।’
রুডি যেসব কুকুর নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন, সেগুলোর প্রতিটির গলায় আলাদা আলাদা কলার পরানো ছিল। তিনি কলারের সঙ্গে সংযুক্ত বেল্ট দুই হাতে ধরে ছিলেন। কুকুরগুলো নিজেরাই হেঁটে হেঁটে সামনে এগিয়েছে। সেগুলোকে নিয়ে রুডি প্রায় এক কিলোমিটার (শূন্য দশমিক ৬ মাইল) পথ হাঁটেন। রুডি বলেছেন, ‘আমরা এমন কিছু করতে চাই, যাতে এসব কুকুর চ্যাম্পিয়ন হয়। তারা তো চ্যাম্পিয়নই। এগুলো ভালো কুকুর, একটি আশ্রয় তাদের প্রাপ্য।’