<p>সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও বাংলাদেশের শ্রেষ্ঠত্ব। এবারও বাংলাদেশের শিকার সেই নেপাল। ফাইনালে ২–১ গোলে জিতেছে বাংলাদেশ। দুই বছর আগে একই মাঠে একই প্রতিপক্ষকে হারিয়ে তারা পেয়েছিল প্রথম শিরোপা। মাসুরা পারভীন এবারের সাফে বাংলাদেশের রক্ষণে দাঁড়িয়ে ছিলেন চীনের দেয়ালের মতোই। কোচ তাঁকে সেন্টারব্যাক পজিশনে খেলিয়ে থাকেন। কিন্তু মাসুরা পারভীন মাঝেমধ্যেই দুর্দান্ত সব গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন। মাঠ ও মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে মাসুরার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। সাক্ষাৎকার নিয়েছেন এস এস আল আরেফিন ও মিনহাজ চৌধুরী।</p>