<p>২৫ বছর বয়সী উম্মে সালমা আক্তার। গুলিস্তান স্টেডিয়াম-সংলগ্ন মাঠে প্রতিদিন বিকেলে তাঁকে দেখা যায় শিশুদের সঙ্গে সময় কাটাতে। ওরা সবাই পথশিশু। কেউ ফুল বিক্রি করে, কেউ কাগজ কুড়িয়ে থাকে। তাদেরই আপন করে নিয়েছেন সালমা। ‘পথের ইস্কুল'-এ এভাবেই অন্তত এক শ শিশুর মা হয়ে উঠেছেন সালমা। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে- </p>