<p>ঢাকার রাস্তায় রিকশা চালান আবুল কালাম মোল্লা। কেউ তাঁকে রাজা বলে চেনেন, কেউ নবাব বলে। কারণ, যখনই দেখা যায় তাঁকে, মাথায় মুকুট পরে থাকেন তিনি। ৫০ বছর ধরে এভাবেই চলছে। পাঁচ কেজির বেশি ওজন হলেও রাস্তার রাজা কখনো খোলেন না এ মুকুট। একসময়ের মঞ্চের নবাবের চরিত্রের অভিনয় ছেড়েছেন কিন্তু মুকুট ছাড়েননি। কর্মজীবী এ রাজার বিস্তারিত দেখুন ভিডিওতে...</p>