<p>কাজল হাজরার বাবা ছিলেন চা–বাগানের শ্রমিক। কাজল নানা প্রতিবন্ধকতাকে সামলে প্রান্তিক জনপদে থেকেও নিয়মিত তোলেন পাখি ও বন্য প্রাণীর ছবি, বিপদগ্রস্ত বন্য প্রাণী উদ্ধার করে শুশ্রূষা দেন, পরিবেশসচেতনতা তৈরিতে জনসচেতনতামূলক প্রচারণা করেন। দেখুন কাজল হাজরার গল্প</p>