<p>শাপলা ও পদ্ম—নামের ব্যঘ্রশাবক দুটির বয়স প্রায় এক বছর। তবে আকারে ব্যঘ্রশাবক দুটি ইতিমধ্যে বেশ বড় হয়ে গেছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় এই ব্যঘ্রশাবক দুটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হবে। বিস্তারিত ভিডিওতে</p>