<p>দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের ‘বিজয়িনী’ সম্মাননা দিয়েছে ডাবর আমলা। তাঁদের মধ্যে তিনজনকে নিয়ে আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ আয়োজন: নারী দিবসের আড্ডা। সহযোগিতায় প্রথম আলো ডটকম।</p><p>অতিথি </p><p>ডা. সাকিয়া হক </p><p>চিকিৎসক ও সহ প্রতিষ্ঠাতা </p><p>ট্রাভেলেটস অব বাংলাদেশ (ভ্রমণকন্যা)</p><p>আফসানা ফেরদৌসি </p><p>সাসটেইনেবল ফ্যাশন ডিজাইনার</p><p>সাথিরা জাকির জেসি </p><p>নারী আম্পায়ার এবং সাবেক জাতীয় ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল</p><p>উপস্থাপক </p><p>নীল হুরেজাহান</p>