<p>সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-মো. গিয়াস উদ্দিন</p><p>গ্রাম থেকে ছেলেটি যখন ধুলা-দূষণভরা রাজধানী শহরটিতে আসে উচ্চশিক্ষা নিতে, তখন ছেলেটির আবিষ্কার করে সবুজের আকাল। এ যেন বনের পাখিকে খাঁচাবন্দী শহুরে তথাকথিত আধুনিক জীবন দেখানো। কিন্তু যে পাখি আকাশে ওড়ে আর গাছের ডালে বসে খাবার খায়, সেকি আর খাঁচাবন্দী বিনা শ্রমের খাদ্য মেনে নিতে পারে! যে–ই ভাবা সেই কাজ। পড়ালেখা শেষে কিছুদিন চাকরি করে নিলেন ইস্তফা। সামান্য সঞ্চয় নিয়ে শুরু করলেন ছাদবাগান আর ল্যান্ডস্ক্যাপিংয়ের ব্যবসা। তখনো ছাদবাগান অতটা জনপ্রিয় হয়নি। আর ল্যান্ডস্ক্যাপিং তো বহু দূরের কথা। ছাদে গাছ লাগানোটাই যে ছাদবাগান নয়, সে জ্ঞান কতজনেরই–বা আছে! সেখানে যে বিজ্ঞাপন, প্রযুক্তি, কৃষিজ্ঞান, নান্দনিকতার প্রয়োজন—সেটাই তিনি জনে জনে বোঝানো শুরু করেন। সঙ্গে সবুজের প্রয়োজনীয়তা তো আছেই। কারণ, সঠিক দিকনির্দেশনা না থাকায় হয় জঞ্জাল, না হয় গাছ না হওয়ার হতাশা ভর করত আগ্রহী ব্যক্তিদের মধ্যে। আর সে ভাবনা দূর করেছেন মো. গিয়াস উদ্দিন। ব্যবসাকে পৌঁছে দিলেন সামাজিক উদ্যোগে।</p><p>মো. গিয়াস উদ্দিনের এই উদ্যোগ আর অবদানের জন্য সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-এ সেরা নগর সবুজায়ন খাতে এ স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। </p><p>#Agriaward2024 #ProthomAlo #CityGroup #কৃষিপুরস্কার২০২৪</p>