যেহেতু কিআ প্রতিমাসেই প্রকাশিত হবে, সুতরাং তোমরা যখন খুশি লেখা পাঠাতে পারো, যত খুশি লেখা পাঠাতে পারো। তবে...
--লেখা নিজের মাথা থেকে বের হতে হবে, অন্যের লেখা চুরি বা নকল করে পাঠানো যাবে না। নকল ধরা পড়লে নকলকারীর লেখা আর কখনো ছাপানো হবে না।
--লেখা বাংলায় লিখতে হবে। বাংলিশ, ইংলিশ, হিংলিশ বা হিব্রুসহ অন্যান্য ভাষায় লেখা গ্রহণযোগ্য নয়।
--প্রতিটি লেখার সঙ্গে অবশ্যই নিজের নাম, পূর্ণ ঠিকানা, যোগাযোগের নম্বর, বয়স, শ্রেণি, স্কুল/কলেজ/ভার্সিটির নাম, ইমেইল ঠিকানা লিখে পাঠাতে হবে।
১. কিশোর আলো'র অফিসের ঠিকানায়: ডাকযোগে কিংবা সরাসরি এসে কিশোর আলোর ঠিকানায় লেখা পাঠানো যাবে। এ ক্ষেত্রে খামের ওপর 'কিশোর আলো' কথাটি লিখতে হবে। খামের ওপর তোমার নাম-ঠিকানা না লিখলেও ক্ষতি নেই। কিন্তু প্রতিটি লেখার সঙ্গে উপরে যেভাবে বলা হলো, সেভাবে তোমার তথ্যগুলো উল্লেখ করতেই হবে।
কিশোর আলোর ঠিকানা: কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
২. ইমেইলের মাধ্যমে [email protected] এই ঠিকানায় তোমার লেখা মেইল করে দিতে পারো। ইমেইলে সাবজেক্ট দিবে। লেখার সঙ্গে নাম-ঠিকানা সম্পর্কিত যে তথ্যগুলো চাওয়া হয়েছে, তার সব দেবে।
--ফেসবুক, স্কুল ম্যাগাজিন, পত্রিকা বা অন্য কোথাও আগে প্রকাশিত লেখা পাঠানোর প্রয়োজন নেই।
--লেখা ছাপা না হলে ফেরত দেয়া হয় না। সুতরাং নিজের কাছে কপি রেখে লেখা পাঠাবে।
--গল্প, কবিতা আর ছড়াই শুধু না, তোমরা তোমাদের স্কুলে ঘটে যাওয়া নানা ইভেন্টের খবর লিখে পাঠাতে পারো। স্কুলের মজার ঘটনা, ব্যক্তিগত অভিজ্ঞতাও পাঠাতে পারবে। তোমাদের স্কুলে বা পরিবারে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়, সেসবও লিখে পাঠাতে পারো।
বেশি বেশি বই পড়ো, বেশি বেশি লেখা পাঠাও আর কিশোর আলোর সঙ্গে থাকো। আনন্দে থাকো।