মাহি

ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। ১৯৯০ সালের ২৭ অক্টোবর তিনি ঢাকার উত্তরায় জন্মগ্রহণ করেন। বাবা আবু বক্কর খান ও মা দিলারা ইয়াসমীন ছবির একমাত্র কন্যা মাহি। ঢাকায় জন্ম হলেও মাহির দাদা ও নানার বাড়ি রাজশাহীতে। পড়াশোনার শুরু উত্তরা হাইস্কুলে। এখান থেকেই মাধ্যমিকের পাঠ চুকিয়ে নেন। এইচএসসি পড়া অবস্থায় চলচ্চিত্রে আগমন হয় তাঁর। ২০১২ সালে মুক্তি পায় মাহির প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসার রং’। শাহীন সুমন পরিচালিত ছবিটিতে মাহি অভিনয় করেন নবাগত বাপ্পির বিপরীতে।

মাহির পরিবারের কেউই মিডিয়া জগতের কাজের সঙ্গে যুক্ত নন। এইচএসসি পড়া অবস্থায় জাজ মাল্টিমিডিয়ার ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান মাহি। শুরুতেই প্রতিষ্ঠানটি মাহিকে নিয়ে বেশ কয়েকটি ছবি নির্মাণের ঘোষণা দেয়। একের পর এক ছবি মাহিকে সবার মাঝে পরিচিত করতে সহযোগিতা করে। একটা পর্যায়ে মাহি হয়ে ওঠেন ঢাকাই ছবির আলোচিত নায়িকাদের মধ্যে একজন।

শুরুর দিকে মাহি অভিনীত আলোচিত ছবিগুলোর মধ্যে অন্যতম ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসা’, ‘অগ্নি’, ‘কি দারুণ দেখতে’ ও ‘দবির সাহেবের সংসার’। ‘ভালোবাসা আজকাল’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি গড়ে রীতিমতো সাড়া ফেলেন মাহি। তবে ‘অগ্নি’ ও ‘দবির সাহেবের সংসার’ ছবির ব্যবসায়িক সাফল্য মাহিকে সিনেমায় শক্ত ভিত গড়ে দেয়।

ছবিতে অভিনয়ের একটা পর্যায়ে মাহি বিজ্ঞাপনচিত্রেও নাম লেখান। মাহি অভিনীত প্রথম বিজ্ঞাপনচিত্র ফেয়ার অ্যান্ড লাভলী। কাজ না থাকলে গান শুনতে আর সিনেমা দেখতে দারুণ পছন্দ মাহির। আর কাজ না থাকাটাই তাঁর সবচেয়ে অপছন্দের।

আরও