রায়ানসে সাশ্রয়ী দামে আই লাইফের ল্যাপটপ
আমেরিকান ব্র্যান্ড আইলাইফের জেড এয়ার সিএক্স থ্রি মডেলটির দাম প্রায় ২ হাজার টাকা কমিয়ে সাশ্রয়ী দামে বিক্রি করছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান রায়ানস। ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ইন্টেল কোর আই থ্রি প্রসেসর, ইন্টেলের ৫,৫০০ এইচডি গ্রাফিকস। এতে আরও রয়েছে ৪ জিবি র্যাম ও এক হাজার জিবি হার্ডডিস্ক। হালকা পাতলা মডেলের ল্যাপটপটি ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত ২৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করবে রায়ানস।
আইলাইফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জেড এয়ার সিএক্স থ্রি ল্যাপটপটি শিক্ষার্থী ও অফিসের কর্মীদের জন্য বিশেষ উপযোগী। এতে গ্রাফিকসের কাজ করা যায় সহজে। ১.৮ কেজি ওজনের ল্যাপটপটি সহজে বহনযোগ্য। এতে ৪ থেকে ৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। রায়ানসে দুই হাজার ৬২৩ টাকা মাসিক কিস্তিতেও (http://bit.ly/2k4PUSy) ল্যাপটপটি কেনা যাবে।