প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা দিল ক্রিয়েটিভ আইটি
তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ সেবাদাতা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটির উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা ২০১৯। গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে ৭০০ কারিগরি শিক্ষার্থীকে সনদ ও ৫২ জন সেরা প্রযুক্তি দক্ষ কারিগরকে দক্ষ কারিগর সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর ও প্রথম আলোর হেড অব ইয়ুথ প্রোগ্রাম মুনির হাসান।
ক্রিয়েটিভ আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মনির হোসেন বলেন, তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে ওঠা ৫২ জন কারিগরদের হাতে ৮টি বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে অদম্য অ্যাওয়ার্ড, টপ ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, নারী ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, এমপ্লয়ি অ্যাওয়ার্ড, উদ্যোক্তা অ্যাওয়ার্ড, ফ্রিল্যান্সার টিম অ্যাওয়ার্ড, বিগিনারস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও ডিসট্যান্ট লার্নিং অ্যাওয়ার্ড। এ ছাড়া নির্বাচিত ৫০০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে জব প্লেসমেন্টের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদানের নিয়োগপত্র।
অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক মো. কায়কোবাদ, বেসিসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ. রহমানসহ বক্তারা অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।