গুগল ম্যাপস কাজে লাগিয়ে ঘরে বসেই নির্দিষ্ট এলাকার বায়ুর মান সম্পর্কে ধারণা নেওয়া যাবে। এ জন্য গুগল ম্যাপসে বায়ুর মান জানাতে সক্ষম সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে কোনো অঞ্চল ভ্রমণের আগে সেখানকার বায়ুদূষণের মাত্রা সম্পর্কে জানা যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বায়ুদূষণের মাত্রা জানার জন্য গুগল ম্যাপসে নির্দিষ্ট অঞ্চলের বায়ুস্তরের ম্যাপ সরাসরি দেখা যাবে। যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণবিষয়ক সংস্থা ইপিএ, বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান পার্পলএয়ারসের নেটওয়ার্ক সেন্সর এবং ব্রিজোমিটারের তথ্য কাজে লাগিয়ে বায়ুস্তরের এ ম্যাপ তৈরি করবে গুগল।
নির্দিষ্ট অঞ্চলের বায়ুস্তরের ম্যাপ দেখার পাশাপাশি ম্যাপে থাকা ডটে ক্লিক করে তথ্য হালনাগাদের সময়সহ দূষিত বায়ুর ক্ষতিকর দিক সম্পর্কেও জানা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা বায়ুর মান জানার সুযোগ পাবেন। পর্যায়ক্রমে সব দেশে এ সুবিধা চালু করা হবে।