তথ্যপ্রযুক্তি খাতে ভারতের বিনিয়োগ বেড়েছে: জুনাইদ
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, ‘বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতে ভারতের বিনিয়োগ বেড়েছে। ভারতের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ ও অনেক সমৃদ্ধ হতে পারে। বর্তমানে দেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার অর্থায়ন করছে।’
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল বুধবার যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত ‘তথ্য প্রযুক্তি এবং উদ্ভাবন বিষয়ে ভারত-বাংলাদেশ সহযোগিতা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন তিনি।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, সফটওয়্যার পার্কে বিনিয়োগকারী আইটি/আইটিইএস কোম্পানি গুলোর উৎপাদিত উদ্ভাবনী সেবাসমূহ ব্র্যান্ডিং এবং এ ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের রিসোর্স পারসন সৌম্য বসু।
হাই-টেক পার্কের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তথ্যপ্রযুক্তি শিল্পের সুষম বিকাশ ও উন্নয়নের উদ্দেশ্যকে সামনে রেখে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রকল্প গ্রহণ করা হয়েছিল। পার্কে আধুনিক সুযোগ-সুবিধাসহ ১৫ তলা ভবন; আন্তর্জাতিক থ্রি-স্টার মানের আবাসন ও জিমনেসিয়ামের সুবিধাসহ ১২ তলা ডরমিটরি ভবন, একটি ক্যানটিন ও অ্যাম্ফিথিয়েটার, ৩৩ কেভিএ পাওয়ার সাব-স্টেশন, ফাইবার অপটিক ইন্টারনেট লাইন এবং অন্যান্য ইউটিলিটি সার্ভিস দেওয়া হচ্ছে। ২০১৭ সালের ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করেন।