চলচ্চিত্র ও টিভি শো তৈরিতে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে ওবামা দম্পতি
চলচ্চিত্র ও টেলিভিশন শো তৈরির জন্য যুক্তরাষ্ট্রের ভিডিও স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।
নেটফ্লিক্সের বরাতে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, কয়েক বছরের জন্যই ওবামা দম্পতি ওই চুক্তিতে সই করেছেন।
নেটফ্লিক্স হচ্ছে যুক্তরাষ্ট্রের বিনোদন সেবাদাতা প্রতিষ্ঠান, যা অনলাইন ভিডিও, স্ট্রিমিংয়ের জন্য পরিচিত। ১৯৯৭ সালে রিড হ্যাসটিংস ও মার্ক র্যান্ডলফ ক্যালিফোর্নিয়ার স্কটস ভ্যালিতে এটি প্রতিষ্ঠা করেন।
নেটফ্লিক্স জানিয়েছে, ওবামা দম্পতিকে নিয়ে ছবি ও টিভি সিরিজ তৈরি হবে। এর মধ্যে অনেকগুলো স্ক্রিপ্ট করা সিরিজ, স্ক্রিপ্টের বাইরে কিছু সিরিজ, ডকুমেন্টারি ও ফিচার থাকবে।
মিশেল ওবামা এ প্রসঙ্গে বলেন, ‘আমি ও বারাক দুজনেই নিজেদের উৎসাহের জন্য গল্প বলার শক্তিতে বিশ্বাসী।’
তবে তাঁদের অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
বারাক ওবামা বলেছেন, ‘আমাদের সময়ে জনসেবা দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের মানুষের সঙ্গে মেশার একটা মজা ছিল। এসব অভিজ্ঞতা আরও মানুষের কাছে বলাও আকর্ষণীয়। তাই আমি ও মিশেল নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে রোমাঞ্চিত।’
নেটফ্লিক্সের সেবা বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে। ২০১৭ সালের শেষ নাগাদ এর সাবস্ক্রাইবার সংখ্যা ১১ কোটি ৮০ লাখে পৌঁছেছে।