২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

গন্তব্যে পৌঁছার নানা মাধ্যম দেখাবে গুগল

গুগল ম্যাপস
গুগল ম্যাপস

নতুন কোথাও গেলে পথ চেনায় গুগল ম্যাপস বেশ কাজের অ্যাপ। আগামী সপ্তাহে গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে আরেকটি সুবিধা। রাস্তার দিকনির্দেশনার সঙ্গে প্রায় সব ধরনের যানবাহনের অবস্থাও দেখাবে গুগল ম্যাপস। অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতাদেরও এ সুবিধার আওতাভুক্ত করা হচ্ছে। গত মঙ্গলবার ‘মিক্সড মোডস’ নামের নতুন এ সুবিধার কথা জানিয়েছে গুগল।

মিক্সড মোড মূলত রাস্তার যানজটের অবস্থার সঙ্গে কাজ করবে। রাস্তার অবস্থা বিবেচনায় রেখে ব্যবহারকারীর গন্তব্যে সবচেয়ে দ্রুত পৌঁছানোর উপায় দেখাবে ম্যাপস। সেই সঙ্গে কোন পরিবহনে সবচেয়ে কম সময় লাগবে, সেটিও দেখাবে। উবার বা লিফটের মতো অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতাদেরও দেখাবে নতুন সুবিধাটি। ভাড়ার সঙ্গে পৌঁছানোর সময়ও যুক্ত থাকবে এতে।

গণপরিবহনের মধ্যে বাস, ট্রেনের পাশাপাশি সাইকেলচালকদের জন্যও সহজ রাস্তা দেখাতে পারবে মিক্সড মোড। মূলত যানজট এড়িয়ে রাস্তায় চলাচল আরও সহজ করতেই এ সুবিধা আনছে গুগল। প্রাথমিকভাবে বিশ্বের ৩০টি দেশে চালু হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস—দুটোতেই হালনাগাদ করা হবে এটি। সূত্র: ম্যাশেবল