ইসলাম ও নৈতিক শিক্ষা

অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায়-১ থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১. আনুগত্যের জন্য — প্রয়োজন।
উত্তর: ইমান আনা।
২. আল্লাহ তায়ালার গুণে — গুণান্বিত করতে হবে।
উত্তর: নিজেকে।
৩. আল্লাহ তায়ালা আমাদের —।
উত্তর: সৃষ্টিকর্তা।
৪. আমরা একমাত্র আল্লাহ তায়ালার — করব।
উত্তর: এবাদত।
৫. আমরা কথা দিয়ে — রাখব।
উত্তর: কথা।
৬. ইমান শব্দের অর্থ —।
উত্তর: বিশ্বাস স্থাপন।
৭. ইসলামের প্রথম মৌলিক বিশ্বাস হচ্ছে—।
উত্তর: তওহিদ।
৮. ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে —।
উত্তর: ইমান।
৯. হযরত মুহম্মদ (সা.) আল্লাহ তায়ালার প্রেরিত — রসুল।
উত্তর: সর্বশেষ।
১০. ফেরেশতাগণ আল্লাহর — পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকেন।
উত্তর: নির্দেশ।
১১. অক্সিজেন ছাড়া কোনো জীব—পারে না।
উত্তর: বাঁচতে।
১২. আল্লাহু গাফুরুন অর্থ আল্লাহ অতি —।
উত্তর: ক্ষমাশীল।
১৩. প্রত্যেক প্রাণী মৃত্যুর — গ্রহণ করবে।
উত্তর: স্বাদ।
১৪. আল্লাহু সামিউন অর্থ আল্লাহ —।
উত্তর: সর্বশ্রোতা।
১৫. আল্লাহু বাসিরুন অর্থ আল্লাহ —।
উত্তর: সর্বদ্রষ্টা।
১৬. আল্লাহ সব সময় সবকিছু —।
উত্তর: দেখেন।
১৭. আল্লাহু কাদিরুন অর্থ —।
উত্তর: আল্লাহ সর্বশক্তিমান।
১৮. নবি-রসুলগণ আল্লাহ তায়ালার সবচেয়ে —।
উত্তর: প্রিয় মানুষ।
১৯. ওহি মানে আল্লাহর —।
উত্তর: বাণী।
২০. আখিরাত বা পরকালীন জীবনের প্রথম ধাপ হলো —।
উত্তর: কবর।
২১. জান্নাত বা বেহেশত চির — স্থান।
উত্তর: সুখের।
২২. জাহান্নাম বা দোজখ হলো চিরস্থায়ী — স্থান।
উত্তর: দুঃখ-কষ্ট ও যন্ত্রণার।
মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল