আন্তর্জাতিক ই–স্পোর্টস প্রতিযোগিতা বাংলাদেশে, পুরস্কারও মিলবে

এরিনা অব ভ্যালর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২২ছবি : সংগৃহীত

বাংলাদেশে ‘এরিনা অব ভ্যালর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২২’ প্রতিযোগিতার দক্ষিণ এশিয়া বাছাইপর্ব আয়োজন করতে যাচ্ছে এরিনা অব ভ্যালর বাংলাদেশ। এই আন্তর্জাতিক ই–স্পোর্টস টুর্নামেন্টে বিজয়ীরা পাবেন মোট ৭৫ লাখ টাকার পুরস্কার। এরই মধ্যে প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। চলবে ১৪ মার্চ পর্যন্ত।www.aovsaesports.com ঠিকানায় নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, অনলাইনে নিবন্ধিত গেমারদের নিয়ে ১১ থেকে ২২ মার্চ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়া ও মিয়ানমারে প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। চারটি দেশ থেকে বিজয়ী আটটি দল বাংলাদেশে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়া বাছাইপর্বে অংশ নিতে পারবে। ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কারের পাশাপাশি এরিনা অব ভ্যালর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে পারবে। আঞ্চলিক পর্বে বিজয়ী দল ৩৫ লাখ টাকা এবং চূড়ান্ত পর্বে বিজয়ী দল ৪০ লাখ টাকা পুরস্কার পাবে। প্রতিযোগিতা অনলা্ইনে হবে।