ইন্টারনেট নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ পেলেন ৫০ প্রকৌশলী
দেশে ইন্টারনেট সেবা পরিচালনা করা বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানের প্রকৌশলীদের প্রশিক্ষণ দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)। ২৩ জানুয়ারি থেকে বগুড়ার একটি হোটেলে অনুষ্ঠিত তিন দিনের এ কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ প্রকৌশলীকে ‘মাইক্রোটিক রাউটিং’–এর হালনাগাদ প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সমাপনী অনুষ্ঠানে আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞা বলেন, ‘আমরা ঢাকার বাইরে প্রতিটি বিভাগ ও জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করব। এর ফলে প্রকৌশলীদের পাশাপাশি আইএসপি প্রতিষ্ঠানগুলোও উপকৃত হবে।’ প্রশিক্ষণে অংশ নেওয়া প্রকৌশলীরা অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে প্রয়োগ করতে সক্ষম হবেন বলেও আশা করেন তিনি।
আইএসপিএবি বগুড়া জেলা কমিটির আহ্বায়ক শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিসির সহকারী পরিচালক ফয়সাল খান, আইএসপিএবি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, বগুড়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক লোমানুর রাহমান প্রমুখ।