সাড়ে ৫১ শতাংশ অনলাইন ব্যবহারকারী উদ্যোক্তা হতে চান

তরুণদের ওপর বিওয়াইএলসির করা জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠান। আজ শনিবার রাজধানীতেছবি: প্রথম আলো

গেল এক দশকে দেশে তরুণদের হাতে মুঠোফোন ও ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বিবেচনা করে দেখা যাচ্ছে, বাংলাদেশের তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা দিন দিন বাড়ছে। এক জরিপে অংশ নেওয়া ৫১ দশমিক ৫ শতাংশ তরুণ ভবিষ্যৎ পেশা হিসেবে উদ্যোক্তা হতে চেয়েছেন বলে জানা গেছে। এখন তরুণদের মধ্যে ই–কমার্স, ফ্রিল্যান্সিংয়ের মতো অনলাইননির্ভর পেশার প্রতি আগ্রহ বাড়ছে। একইভাবে কৃষিনির্ভর উদ্যোগসহ বিভিন্ন খাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে কাজ করার আগ্রহ বাড়ছে। তরুণ অনলাইন ব্যবহারকারীদের এমন তথ্য বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) এক জরিপে উঠে এসেছে। আজ সোমবার রাজধানীতে বিওয়াইএলসির সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘ইয়ুথ ম্যাটার্স সার্ভে’ শীর্ষক জরিপের এসব ফলাফল তুলে ধরা হয়।

বর্তমান বাংলাদেশে তরুণদের অবস্থান, ভাবনা ও প্রত্যাশা জানার জন্য সরাসরি ও অনলাইনে একটি জরিপ পরিচালনা করেছে বিওয়াইএলসি। সারা দেশের মোট ১ হাজার ৫৭৫ জন সরাসরি এবং ১ হাজার ৬৬৩ জন তরুণ অনলাইনে এই জরিপে অংশ নেন। দেশব্যাপী গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে এই জরিপ চালানো হয়। জরিপে তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, জলবায়ু পরিবর্তন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসন, তথ্য ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়। বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ বলেন, যুবসমাজের প্রত্যাশা অনুযায়ী আগামীর রূপরেখা তৈরির জন্য ইয়ুথ ম্যাটারস সার্ভে একটি প্রমাণভিত্তিক দলিল। আবুল খায়ের সজীব, আরাফাত ইসলাম, ফজিলাতুন নেসা ও জেসিয়া মার্গারেট গোমেজ জরিপের তথ্য থেকে প্রতিবেদন তৈরি করেন।

জরিপের তথ্য থেকে জানা যায়, শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তরুণেরা। অনলাইন অংশগ্রহণকারীদের মধ্যে ৭৯ দশমিক ৩ শতাংশ তরুণ শিক্ষাব্যবস্থা প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে না বলে মনে করেন। দেশের তরুণদের দক্ষতা বিকাশের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা প্রদানের সুযোগ আছে। অনলাইন ও তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্যোগ ও সমাজকাঠামো বিকাশের মাধ্যমে অনলাইন ব্যবহারকারীদের আরও বেশি দক্ষ করে গড়ে তোলার সুযোগ আছে।