টফি অ্যাপে সরাসরি দেখা যাবে আইপিএল
আইপিএলের সব ম্যাচ সরাসরি দেখা যাবে টফি অ্যাপে। এর ফলে চলতি পথে স্মার্টফোনের মাধ্যমে যেকোনো স্থান থেকে টি-টোয়েন্টি টুর্নামেন্টের সবগুলো খেলা দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান বাংলালিংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংকের প্রধান ডিজিটাল কর্মকর্তা (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, ‘টফি গ্রাহকদের জন্য নির্বিঘ্ন ও সহজলভ্য বিনোদন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে আইপিএলের সময় বিপুল উত্তেজনা বিরাজ করে। মানুষের এই আগ্রহ বিবেচনা করে আমরা টফি ব্যবহারকারীদের জন্য আইপিএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করব। এর ফলে দেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকে টুর্নামেন্টের প্রতিটি উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবেন।’
টফির অন-দ্য-গো ভিউয়িং এবং রিমোট ভিউয়িং অপশনের মাধ্যমে সহজে আইপিএল ম্যাচগুলো দেখা যাবে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে খেলাগুলো দেখার সুযোগ মিলবে।