নিলামে স্টিভ জবসের স্মৃতিবিজড়িত অ্যাপল পণ্য

‘অ্যাপল-১’ কম্পিউটারসহ বিভিন্ন অ্যাপল পণ্য নিলামে উঠেছেছবি: আরআর অকশন

অ্যাপল কম্পিউটারের দুই প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের নিলাম হয়েছে বহুবার। আবারও ‘অ্যাপল-১’ কম্পিউটারসহ স্টিভ জবসের স্মৃতিবিজড়িত বিভিন্ন অ্যাপল পণ্য নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন।

আরআর অকশনের তথ্যমতে, নিলামে তিন শতাধিক সংগ্রহযোগ্য অ্যাপল পণ্য প্রদর্শন করা হচ্ছে। নিলামে তোলা অ্যাপল পণ্যগুলো অ্যাপলের প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরার পাশাপাশি স্টিভ জবস ও সেই সময়কার উদ্ভাবন সংস্কৃতি সম্পর্কে ধারণা দেবে। অ্যাপল-১ কম্পিউটার তৈরির পর পোলারয়েড ছবি তুলেছিলেন স্টিভ জবস। কম্পিউটারের পাশাপাশি সেই ছবিরও নিলাম করা হচ্ছে। ধারণা করা হচ্ছে নিলামে তোলা অ্যাপল ১ কম্পিউটারের মূল্য ৩ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।

চার দশক আগে বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা তৈরি করেন ‘অ্যাপল-১’ কম্পিউটার। কম্পিউটারটি মূলত একটি মাদারবোর্ড। কেসিং, মনিটর ও কি-বোর্ড আলাদা করে যুক্ত করে ব্যবহার করতে হয় কম্পিউটারটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস