ভার্চ্যুয়াল দুনিয়ায় ঘ্রাণ ও স্পর্শের অনুভূতি পাওয়া যাবে
ত্রিমাত্রিক ভার্চ্যুয়াল দুনিয়ায় বিভিন্ন দৃশ্য দেখার সময় সেগুলো স্পর্শের অনুভূতি পাওয়া যাবে। শুধু তা–ই নয়, ফুলসহ বিভিন্ন খাবারের ঘ্রাণও পাওয়া যাবে। মেটাভার্সে ব্যবহারকারীদের নতুন এ সুবিধা দিতে কাজও শুরু করেছে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান।
মেটাভার্সে ঘ্রাণ ও স্পর্শের অনুভূতি কি আসলেই পাওয়া সম্ভব? এ প্রশ্নের উত্তর দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) গন্ধ ও স্পর্শের অনুভূতি দিতে সক্ষম ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট প্রদর্শন করেছে তাইওয়ানের প্রযুক্তিপ্রতিষ্ঠান এইচটিসি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ওভিআর টেকনোলজি’।
ওভিআর টেকনোলজির ভিআর হেডসেটের সঙ্গে প্রাথমিকভাবে আটটি সুগন্ধিযুক্ত কার্ট্রিজ রয়েছে, যা হেডসেটে দেখানো দৃশ্য অনুযায়ী বিভিন্ন ধরনের ঘ্রাণ তৈরি করতে পারে। অর্থাৎ, ভার্চ্যুয়াল দুনিয়ায় ফুলের বাগানে ঘুরে বেড়ানোর সময় বাগানে থাকা ফুলগুলোর আদলে ঘ্রাণ পাওয়া যাবে। এ বছরের শেষ নাগাদ হেডসেটটি বাজারে আসতে পারে।
অ্যাপল, মাইক্রোসফট ও মেটার মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের পাশাপাশি ভার্চ্যুয়াল দুনিয়া তৈরিতে ব্যাপক বিনিয়োগ করেছে। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, ভার্চ্যুয়াল দুনিয়ায় ঘ্রাণ ও স্পর্শের অনুভূতি দিতে সক্ষম প্রযুক্তিপণ্যগুলো ভোক্তাপর্যায়ে সহজলভ্য হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে।
সূত্র: ইন্ডিয়া টাইমস