হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তিদের পাঠানো বার্তা ফেভারিটস ট্যাবে সংরক্ষণ করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপরয়টার্স

তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান, অডিও ও ভিডিও কল করার জন্য অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বিভিন্ন ব্যক্তি ও গ্রুপে নিয়মিত বার্তা আদান-প্রদান করার ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাঠানো বার্তাগুলো সহজে খুঁজে পাওয়া যায় না। তবে সহজে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের বার্তা খুঁজে পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপের হোমপেজে ‘ফেভারিটস’ নামের একটি ট্যাব রয়েছে। আগে থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম নির্বাচন করে দিলেই তাঁদের সঙ্গে আদান-প্রদান করা সব বার্তা জমা হয় ট্যাবটিতে। ফলে যেকোনো সময় সহজেই বার্তাগুলো পড়া যায়। হোয়াটসঅ্যাপের ফেভারিট ট্যাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাঠানো বার্তা সংরক্ষণের পদ্ধতি দেখে নেওয়া যাক।

ফেভারিট ট্যাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাঠানো বার্তা সংরক্ষণের জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ওপরে থাকা ফিল্টার অপশন থেকে ‘ফেভারিটস’ নির্বাচন করতে হবে। এরপর ‘অ্যাড টু ফেভারিটস’ অপশন নির্বাচন করে পরের পৃষ্ঠায় থাকা ‘কন্ট্যাক্টস’ থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন নম্বর নির্বাচন করতে হবে। এরপর ডান দিকের নিচে থাকা টিকমার্ক আইকনে ট্যাপ করলেই সেই ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করা সব বার্তা ফেভারিট ট্যাবে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। এভাবে একাধিক ব্যক্তিকে ফেভারিটস ট্যাবে যুক্ত করা যাবে।