স্বাধীনতা দিবসে লাল–সবুজের গুগল ডুডল

স্বাধীনতা দিবসে গুগল ডুডলস্ক্রিনশট

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। আমাদের গৌরবময় স্বাধীনতা অর্জনের পথে ইতিহাসখচিত এদিনকে উদ্‌যাপন করতে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে। গুগল সার্চ বক্সের ওপর থাকা গুগলের লোগো সেজেছে বাংলাদেশের লাল–সবুজের পতাকায়। ডুডলে দেখা যাচ্ছে, চারদিকে লাল রং আবৃত বক্ররেখার ভেতরে নীল আকাশের মাঝে বাংলাদেশের পতাকাটি উড়ছে। তার নিচেই সবুজের মধ্যে লেখা গুগল।

ডুডলে ট্যাপ করলে ফলাফল পেজে বাংলাদেশের স্বাধীনতা দিবসসংক্রান্ত বিভিন্ন তথ্য দেখা যাচ্ছে
স্ক্রিনশট

গুগলের সার্চ বক্সের ওপরে প্রদর্শিত ডুডলে ট্যাপ করলে ফলাফল পেজে বাংলাদেশের স্বাধীনতা দিবসসংক্রান্ত বিভিন্ন লেখার ওয়েবসাইট দেখা যাচ্ছে। গুগল ডুডলের পেজে বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে গুগলের ডুডল তৈরি–সংক্রান্ত একটি লেখাও প্রকাশিত হয়েছে। সেই লেখায় সংক্ষেপে বাংলাদেশের স্বাধীনতা দিবস ও স্বাধীনতা পদক সম্পর্কে বর্ণনা রয়েছে। লেখার সবশেষে বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানিয়েছে গুগল।

গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। এর আগেও বেশ কয়েক বছর ধরেই স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ডুডল প্রকাশ করেছিল গুগল কর্তৃপক্ষ।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সংগতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে থাকে গুগল, তা-ই ডুডল। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ডুডল প্রকাশ করেছে গুগল।