ভয়েস মেসেজ বার্তা আকারে পড়া যাবে হোয়াটসঅ্যাপে
বন্ধু বা পরিচিতদের পাঠানো ভয়েস মেসেজ বা নোট বার্তা আকারে পড়ার সুযোগ দিতে ‘ভয়েস নোট ট্রান্সক্রিপ্ট’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপে বন্ধু বা পরিচিতদের পাঠানো ভয়েস মেসেজ বা নোটের তথ্য লিখিত আকারে দেখা যাবে। ফলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলাদা করে লিখে সংরক্ষণ করতে হবে না।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, নতুন এ সুবিধা চালুর ফলে ভয়েস মেসেজ বা নোট ট্রান্সক্রিপ্ট করার জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। ফলে সাইবার হামলার ঝুঁকি কমবে। প্রাথমিকভাবে সুবিধাটি শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে ব্যবহার করা যাবে। ইংরেজি ছাড়াও স্প্যানিশ, পর্তুগিজ, রুশ ও হিন্দি ভাষায় পাঠানো ভয়েস মেসেজ বা নোটে ট্রান্সক্রিপ্ট সুবিধা পাওয়া যাবে।
নতুন এ সুবিধা ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে প্রবেশ করে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর চ্যাটস অপশন ট্যাপ করে ট্রান্সক্রিপ্ট চালুর টগলটিতে ক্লিক করলে ভয়েস নোটের নিচে একটি ট্রান্সক্রিপশন প্রম্পট দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই নিচে ভয়েস মেসেজ বা নোটের তথ্য লিখিত আকারে দেখা যাবে।
ভয়েস নোট ট্রান্সক্রিপ্ট সুবিধা স্বয়ংক্রিয়ভাবে এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তি সমর্থন করবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। ফলে ভয়েস মেসেজ বা নোটের তথ্য বার্তা আকারে দেখানো হলেও সেগুলো অন্য কেউ জানতে পারবেন না। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
সূত্র: ইন্ডিয়া টুডে