এআই চিপ আনতে পারে মাইক্রোসফট
গ্রাফিকস কার্ড ও প্রসেসর নির্মাতা এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) ওপর নির্ভরতা কমাতে আগামী মাসে নিজেদের চিপ আনার ঘোষণা দিতে পারে মাইক্রোসফট করপোরেশন। তাদের এই চিপ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির। দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার তৈরি এআই চিপের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব চিপ আনার পরিকল্পনা করছে মাইক্রোসফট। সম্প্রতি বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে এখন এনভিডিয়া চিপ সরবরাহে হিমশিম খাচ্ছে। মাইক্রোসফটের তৈরি এই নতুন এআই চিপ এনভিডিয়ার জিপিইউর মতোই হবে। ডেটা সেন্টার সার্ভারের জন্য এই চিপ আনবে মাইক্রোসফট। মাইক্রোসফটের ডেটা সেন্টার সার্ভারে এখন এনভিডিয়ার জিপিইউ ব্যবহার করা হয়। মাইক্রোসফটের এই সার্ভার ব্যবহার করে ওপেনএআই ও ইনটুইটের মতো প্রতিষ্ঠান।
চলতি বছরের এপ্রিলে মাইক্রোসফটের এআই চিপ আনার খবর চাউর হয়। তখন গুঞ্জন ছিল যে অ্যাথেনা নামের এআই চিপ আনবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। বলা হচ্ছে, ১৪ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠেয় মাইক্রোসফটের ‘ইগনাইট’ সম্মলনে এই চিপ আনার ঘোষণা আসতে পারে।
এর আগে অবশ্য মাইক্রোসফটের বিনিয়োগ পাওয়া প্রতিষ্ঠান ওপেন এআই নিজেদের এআই চিপ আনার পরিকল্পনার কথা জানায়। পাশাপাশি দীর্ঘদিন থেকেই এআই চিপ তৈরির ব্যাপারে জোর দিয়ে আসছেন ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। এখন মাইক্রোসফটের যে সুপারকম্পিউটার ওপেনএআই ব্যবহার করে, সেই সুপারকম্পিউটারে এনভিডিয়ার জিপিইউ ব্যবহৃত হয়।
চলতি বছর ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার কোম্পানির তালিকায় নাম লেখায় মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়া। ছোট ও বড় সব ধরনের প্রযুক্তিপ্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তির পণ্য তৈরি ও চালু করায় এনভিডিয়ার বাজারমূল্য বেড়েছে।
সূত্র: ইকোনমিক টাইমস ডটকম