প্রযুক্তির এই দিনে: ৩০ সেপ্টেম্বর
প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের উদ্ভাবক কে?
১৯৪১ সালের ৩০ সেপ্টেম্বর জন মশলি আটানাসফ–বেরি কম্পিউটারের সহনির্মাতা ড. আটানাসফকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি ইলেকট্রনিক কম্পিউটারের জন্য যৌথ উদ্ভাবকের স্বীকৃতির প্রস্তাব দেন।
৩০ সেপ্টেম্বর ১৯৪১
প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের উদ্ভাবক কে?
আদালত পর্যন্ত গড়িয়েছিল বিষয়টি। জন মশলি ও জন আটানাসফ—এ দুই উদ্ভাবকের মধ্যে কে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার উদ্ভাবনের কৃতিত্ব পাবেন, তা নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে। আদালতে শুনানি চলার সময় একপর্যায়ে জন আটানাসফের আইনজীবী হ্যালাডে আটানাসফকে উদ্ভাবকের কৃতিত্ব দেওয়ার জন্য কয়েকটি বিষয়ে জন মশলিকে প্ররোচিত করেন।
এরই মধ্যে ১৯৪১ সালের ৩০ সেপ্টেম্বর জন মশলি আটানাসফ–বেরি কম্পিউটারের সহনির্মাতা ড. আটানাসফকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি লেখেন, এ কম্পিউটার তৈরির কাজ কয়েকজনের সহযোগিতায় হয়েছে। তাই সবাই যৌথ উদ্ভাবকের কৃতিত্ব পেতে পারেন।
শেষ পর্যন্ত বিচারকের রায় ড. আটানাসফের পক্ষে গেছে। ড. আটানাসফকে প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের উদ্ভাবক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
৩০ সেপ্টেম্বর ১৯৮৮
৩০ লাখতম পিএস/২ পার্সোনাল কম্পিউটার সরবরাহ করল আইবিএম
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের পিসি (পার্সোনাল কম্পিউটার), পিসি/এক্সটি ও পিসি/এটি যন্ত্রের উত্তরসূরি পিএস/২। এই পিএস/২ কম্পিউটারে মাইক্রো চ্যানেল আর্কিটেকচার ব্যবহার করে আইবিএম। কম্পিউটারের এই মাইক্রো চ্যানেল স্থাপত্যশৈলী আইবিএম উন্মুক্ত করেছিল, যা পরে আইবিএমের ক্লোন পিসি তৈরিতে অন্য নির্মাতারা ব্যাপকভাবে ব্যবহার করে।
আইবিএম ১৯৮৭ সালে পিএস/২ কম্পিউটার বাজারে এনেছিল। এতে সাড়ে ৩ ইঞ্চি ফ্লিপ ডিস্ক ড্রাইভ ও ভিডিও গ্রাফিকস অ্যারে (ভিজিএ) যোগ করা হয়েছিল। পিএস/২ প্রথম কম্পিউটার, যেটিতে আইবিএম ইন্টেলের ৮০৩৮৬ প্রসেসর ব্যবহার করে। এতে আইবিএম ওএস/২ নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করে। আর এটিই প্রথম কম্পিউটার, যেটিতে প্রথমবারের মতো মাউস ব্যবহার করার সুবিধা যোগ করে আইবিএম। ১৯৮৮ সালের ৩০ সেপ্টেম্বর আইবিএম ৩০ লাখতম পিএস/২ কম্পিউটার সরবরাহ করে।
৩০ সেপ্টেম্বর ১৯৮৫
অ্যাপল ম্যাকিন্টোশের জন্য প্রথম এক্সেল
অ্যাপল ম্যাকিন্টোশ কম্পিউটারের জন্য হিসাব-নিকাশ করার জনপ্রিয় সফটওয়্যার মাইক্রোসফট এক্সেল প্রকাশ করে শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। এরপর ১৯৮৭ সালের ১৯ নভেম্বর উইন্ডোজের জন্য আসে এক্সেল। এখনো সবচেয়ে জনপ্রিয় হিসাব–নিকাশের সফটওয়্যার এক্সেল। সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষায় লেখা এক্সেলের ১৬তম সংস্করণ এ বছর প্রকাশ করা হয়েছে।