২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অ্যানিমেটেড অ্যাভাটার ও ই-মেইল দিয়ে লগইন সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ
ছবি: রয়টার্স

অ্যানিমেটেড অ্যাভাটার ও ই–মেইলের মাধ্যমে পরিচয় যাচাই করে প্রবেশ করার (লগইন) সুবিধা যুক্ত হতে যাচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউ এ বেটাইনফো বলছে, অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণের ব্যবহারকারীরা নতুন এ সুবিধা দুটি পরখ করতে পারছেন।

হোয়াটসঅ্যাপে অ্যাভাটার সুবিধা থাকলেও এবার প্রথম অ্যানিমেটেড অ্যাভাটার যুক্ত হবে। এর আগে অবশ্য এ সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ কাজ করছে বলে জানা গিয়েছিল। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন সচল থাকা অ্যাভাটার গুচ্ছের অ্যানিমেটেড সংস্করণ ব্যবহারের সুযোগ পাবেন। অ্যানিমেটেড অ্যাভাটারের একটি ভিডিও প্রকাশ করেছে ডব্লিউ আ বেটা ইনফো। হোয়াটসঅ্যাপে এখন যেসব অ্যাভাটার রয়েছে, সেগুলোর প্রতিক্রিয়া, যেমন লাভ, হ্যাপি, স্যাড প্রভৃতির অ্যানিমেটেড সংস্করণ থাকবে। এখন যেভাবে অ্যাভাটার পাওয়া যায়, ঠিক একইভাবে অ্যানিমেটেড অ্যাভাটরও খুঁজে পাবেন ব্যবহারকারীরা।

এ ছাড়া ই–মেইল দিয়ে পরিচয় যাচাইয়ের মাধ্যমে হোয়াইটঅ্যাপে প্রবেশ করার নতুন একটি সুবিধাও যুক্ত হতে যাচ্ছে। এখন হোয়াটসঅ্যাপে ঢোকার ক্ষেত্রে শুধু ফোন নম্বরের প্রয়োজন হয়। তবে ই–মেইল যুক্ত হলে কোনো কারণে ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে না পারলেও ই–মেইল দিয়ে পরিচয় যাচাই করে হোয়াটসঅ্যাপে প্রবেশ করা যাবে। ফোন হারিয়ে গেলে সুবিধাটি ব্যবহারকারীদের কাজে আসবে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আরও নিরাপদে বার্তা বিনিময় করতে পারবেন। এমনকি হ্যাকাররা ম্যালওয়্যার ছড়িয়ে সাইবার হামলা করার চেষ্টা করলেও নতুন নিরাপত্তা সুবিধাটি ব্যবহারকারীদের সুরক্ষিত রাখবে। ধারণা করা হচ্ছে, এ সুবিধা আগামী কয়েক মাসের মধ্যেই সবার জন্য উন্মুক্ত হতে পারে।

হোয়াটসঅ্যাপে ই–মেইল সুবিধা চালু করলে ই–মেইল ঠিকানা দিয়ে ব্যবহারকারীকে তাঁর পরিচয় যাচাই করতে হবে। তবে এ সুবিধার সুনির্দিষ্ট কার্যক্রম এখনো জানা যায়নি। সুবিধাটি ঐচ্ছিক। ব্যবহারকারী চাইলে সুবিধাটি তাঁর অ্যাকাউন্টে চালু করতে পারবেন। এ ছাড়া নতুন সুবিধাটি আর দুই স্তর যাচাইকরণে ই–মেইল ব্যবহারের সুবিধাটিও আলাদা হবে।
সূত্র: গ্যাজেটস নাউ