প্রযুক্তির এই দিনে: ১০ সেপ্টেম্বর
আলীবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মার জন্ম
মাইক্রোসফট ওয়ার্ডের প্রধান স্থপতি (চিফ আর্কিটেক্ট) চার্লস সিমোনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে জন্মগ্রহণ করেন।
১০ সেপ্টেম্বর ১৯৪৮
মাইক্রোসফট ওয়ার্ডের প্রাণ পুরুষ সিমোনির জন্ম
বিশ্বব্যাপী জনপ্রিয় লেখালেখির সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ডের প্রধান স্থপতি (চিফ আর্কিটেক্ট) চার্লস সিমোনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর সিমোনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে পড়াশোনা করেন। তিনি প্যালো অ্যালটোর জেরোক্স পার্কে চাকরি নেন।
সিমোনি প্রথম কম্পিউটারে লেখার জন্য ডব্লিউওয়াইএসআইডব্লিউওয়াই জি (হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট) প্রোগ্রাম তৈরি করেন। অর্থাৎ কম্পিউটারে যা লিখছেন, মনিটরেও তা দেখা যাবে। এমনভাবে লেখার সুবিধা এর আগে ছিল না।
পরবর্তী সময়ে মাইক্রোসফটে সিমোনি তাঁর সূত্রের প্রয়োগ ঘটান। সিমোনির প্রোগ্রাম যোগ করা হয় ওয়ার্ড ও এক্সেলে। একসময় পৃথিবীর অন্যতম জনপ্রিয় সফটওয়্যারে পরিণত হয় মাইক্রোসফট ওয়ার্ড।
১০ সেপ্টেম্বর ১৯৬৪
জ্যাক মার জন্ম
চীনা উদ্যোক্তা এবং আলীবাবা গ্রুপের নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা চীনের হাংঝুতে জন্মগ্রহণ করেন। শীর্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও দানশীল হিসেবে তিনি পরিচিত। জ্যাক মা আলীবাবা গ্রুপের সহপ্রতিষ্ঠাতা। তিনি চীনের বেসরকারি ইয়াংফেং ক্যাপিটালেরও সহপ্রতিষ্ঠাতা। গত জুন মাসের হিসাব অনুযায়ী জ্যাক মার সম্পদের পরিমাণ ৩ হাজার ৪৫০ কোটি মার্কিন ডলার। চীনের চতুর্থ ধনী জ্যাক মা বিশ্বের ৩৯তম ধনী ব্যক্তি (সূত্র: ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স)।
ইংরেজি প্রধান রেখে ১৯৮৮ সালে হাংঝু নরমাল ইউনিভার্সিটি থেকে স্নাতক (বিএ) ডিগ্রি অর্জন করেন জ্যাক মা। পরে তিনি ইংরেজি ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাষক হন। এরপর তিনি ইন্টারনেটভিত্তিক ব্যবসায় আগ্রহী হন। ১৯৯৪ সালে প্রথম ব্যবসা চালু করেন। ইন্টারনেট ও বাণিজ্য সম্পর্কে ভালো ধারণা নেওয়ার পর জ্যাক মা দ্বিতীয় কোম্পানি দাঁড় করান। ১৯৯৮ থেকে ১৯৯৯ পর্যন্ত চিনের সরকারি তথ্যপ্রযুক্তি কোম্পানির নেতৃত্ব দেন তিনি। এ কাজ ছেড়ে তাঁর কয়েকজন সহকর্মীকে নিয়ে ১৯৯৯ সালে আলীবাবা গ্রুপ প্রতিষ্ঠা করেন তিনি। প্রথমে এটি ব্যবসায়ীদের কাছে পাইকারি পণ্য বিক্রির ই–কমার্স সাইট ছিল। এখন আলীবাবা বিশ্বব্যাপী বিস্তৃত।
জ্যাক মা চীনের মূল ভুখণ্ডের প্রথম ব্যক্তি, যাঁকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকী। হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরাল ডিগ্রি প্রদান করেছে (২০১৩)। ফোর্বসের এশিয়া’স হিরোস অব ফিল্যানথ্রপি তালিকার (২০১০) একজন জ্যাক মা। ২০০৯ সালে টাইম সাময়িকী তাঁকে বিশ্বের ১০০ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে।
১০ সেপ্টেম্বর ১৯৯০
প্রথম সার্চ ইঞ্জিন আর্চি
কানাডার মন্ট্রিলের ম্যাকগিল ইউনিভার্সিটিতে অ্যালান এমটেজ, বিল হিল্যান ও মাইক পার্কার ইন্টারনেটে তথ্য খোঁজার প্রথম ওয়েবসাইট, অর্থাৎ সার্চ ইঞ্জিন তৈরি করেন। এই সার্চ ইঞ্জিনের নাম ছিল আর্চি। এটি এফটিপি (ফাইল ট্রান্সফার প্রটোকল) আর্কাইভে জমা থাকা তথ্য থেকে ব্যবহারকারীকে নির্দিষ্ট ফাইল খুঁজে দিত। আর্চিকে প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন হিসেবে গণ্য করা হয়। আর্চির মূল প্রোগ্রাম লিখেছিলেন অ্যালান এমটেজ।