স্টিভ জবসের জন্ম

অ্যাপল ইনকরপোরেটেডের সহপ্রতিষ্ঠাতা, উদ্ভাবক, বিনিয়োগকারী স্টিভেন পল জবস (স্টিভ জবস) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন।

স্টিভ জবস। ১৯৮৫রয়টার্স

২৪ ফেব্রুয়ারি ১৯৫৫
স্টিভ জবসের জন্ম
অ্যাপল ইনকরপোরেটেডের সহপ্রতিষ্ঠাতা, উদ্ভাবক, বিনিয়োগকারী স্টিভেন পল জবস (স্টিভ জবস) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন। অ্যাপলের ম্যাকিনটোশ কম্পিউটার তৈরিতে তাঁর ব্যাপক অবদান ছিল। ম্যাকিনটোশ কম্পিউটার অ্যাপলকে অভাবনীয় সাফল্য এনে দেয়। তিনি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বখ্যাত অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান পিক্সারের প্রতিষ্ঠাতাও স্টিভ জবস। ওয়াল্ট ডিজনি পিক্সার অধিগ্রহণ করার পর তিনি ডিজনির পরিচালনা পর্ষদের সদস্য হন। অ্যাপল ছেড়ে আসার পর তিনি কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান নেক্সট চালু করেন এবং এর চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এই নেক্সট কম্পিউটার ব্যবহার করে সুইজারল্যান্ডের জেনেভার সার্ন থেকে পৃথিবীর প্রথম ওয়েবসাইট প্রকাশ করেন ওয়েবের জনক স্যার টিম বার্নার্স-লি।

স্টিভ জবস
রয়টার্স

১৯৯৭ সালে আবার অ্যাপলে ফিরে যান স্টিভ জবস। এ পর্যায়ে আইম্যাক, আইফোন, আইটিউনস মিউজিক স্টোর, আইপড ও আইপ্যাডের মতো যুগান্তকারী প্রযুক্তিপণ্য ও সেবা বাজারে এনে অ্যাপলকে অন্য মাত্রায় নিয়ে যান স্টিভ জবস। ১৯৭০ ও ১৯৮০-এর দশকের কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ হিসেবে গণ্য করা হয় স্টিভ জবসকে। এই বিপ্লবে তাঁর সঙ্গে ছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা তাঁর বন্ধু স্টিভ ওজনিয়াক। ২০১১ সালে মারা যান স্টিভ জবস।

জ্যান কুম
রয়টার্স

২৪ ফেব্রুয়ারি ১৯৭৬
হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা জ্যান কুমের জন্ম
কম্পিউটার প্রকৌশলী ও ইন্টারনেট উদ্যোক্তা জ্যান কুম ইউক্রেনের কিয়েভে জন্মগ্রহণ করেন। ইউক্রেনীয়-মার্কিন শতকোটিপতি এই ব্যবসায়ী ও প্রোগ্রামার হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বক্তৃতা করছেন জ্যান কুম। ২০১৪
রয়টার্স

মুঠোফোনভিত্তিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপকে ২০১৪ সালে ১ হাজার ৯৩০ কোটি মার্কিন ডলারে ফেসবুক অধিগ্রহণ করে। গত বছরের অক্টোবরে ফোর্বস সাময়িকী প্রকাশিত হিসাব অনুযায়ী জ্যান কুমের সম্পদের পরিমাণ ১ হাজার ৫২০ কোটি মার্কিন ডলার। ফোর্বসের তালিকায় পৃথিবীর ৪৪তম ধনী তিনি। জ্যান কুম একসময় হ্যাকারদের দল ‘ডব্লিউ০০ডব্লিউ০০’-এর সদস্য ছিলেন।

আইটিউনস পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মিউজিক স্টোর
অ্যাপল

২৪ ফেব্রুয়ারি ২০১০
১০০০ কোটিতম গান নামানো হয় আইটিউনস থেকে
ইন্টারনেটভিত্তি অ্যাপলে গান বিক্রির দোকান (মিউজিক স্টোর) আইটিউনস থেকে এক হাজার কোটিতম বারের মতো গান নামানো হয়। অ্যাপল জানায়, সংগীতপ্রেমীরা ক্রয় করে আইটিউনস ডটকম থেকে এই বিপুল পরিমাণ সংগীত ডাউনলোড করেছেন। আইটিউনস এখনো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মিউজিক স্টোর।