হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ সুবিধায় ত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে
হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ সুবিধা ব্যবহার করে পাঠানো ছবি বা ভিডিও প্রাপক খুলে দেখার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। শুধু তা-ই নয়, ছবি বা ভিডিওগুলো প্রাপকের ফটো গ্যালারিতেও জমা হয় না। ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করা যায়। ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিত করতে চালু হলেও ভিউ ওয়ান্স সুবিধায় গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটির কারণে প্রাপক খুলে দেখার পরও ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপ থেকে মুছে গেলেও ফোনের ফটো গ্যালারিতে জমা থাকছে।
হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স সুবিধায় থাকা ত্রুটি শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা গবেষক রামসাথ। তিনি জানান, আইফোনে ভিউ ওয়ান্স সুবিধা ব্যবহার করে পাঠানো ছবি বা ভিডিও একবার দেখার পর চ্যাট থেকে মুছে গেলেও ফোনের স্টোরেজ ম্যানেজমেন্ট অপশনে নতুন ফাইলের তালিকায় সেগুলো দেখা যাচ্ছে। এ বিষয়ে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটাকে জানানো হলে তারা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে বলে জানিয়েছে।
ভিউ ওয়ান্স সুবিধার কারিগরি ত্রুটি দূর করতে তড়িঘড়ি করে ২৫.২.৩ সংস্করণ উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। ভিউ ওয়ান্স সুবিধা ব্যবহারকারীদের দ্রুত নতুন সংস্করণটি ইনস্টল করার পরামর্শও দিয়েছে তারা। তবে সংস্করণটি উন্মুক্তের আগে যেসব ছবি বা ভিডিও প্রাপকের ফোনের স্টোরেজ ম্যানেজমেন্ট অপশনে জমা হয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে কি না, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণটিতে ভিউ ওয়ান্স সুবিধার ত্রুটি সমাধানের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্র থেকে গ্রুপ কল করার নতুন সুবিধাও যুক্ত করা হয়েছে। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে আইফোন ব্যবহারকারীরা গ্রুপ কল শুরুর আগেই অংশগ্রহণকারীদের নির্বাচন করতে পারবেন।
সূত্র: ডেইলি মেইল