২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইউটিউবে পছন্দের ভিডিওর তালিকা তৈরির উপায়

ইউটিউবে পছন্দের ভিডিওর তালিকা তৈরি করা যায়ইউটিউব

ব্যবহারকারীদের ভিডিও দেখার ইতিহাস পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ভিডিও দেখিয়ে থাকে ইউটিউব। তবে একই বিষয়ের ভিডিও প্রদর্শন করলেও সব ভিডিও অনেকের পছন্দ হয় না। তবে চাইলেই ইউটিউবে পছন্দের ভিডিওগুলোর তালিকা তৈরি করে এ সমস্যার সমাধান করা যায়। তালিকা তৈরি করলে ইউটিউবে পছন্দের ভিডিওগুলো একটির পর একটি স্বয়ংক্রিয়ভাবে দেখা যায়। ইউটিউবে পছন্দের ভিডিওর তালিকা তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক—

স্মার্টফোন থেকে ইউটিউবে পছন্দের ভিডিওর তালিকা তৈরির জন্য প্রথমে ইউটিউবের অ্যাপ চালু করে নিচের ডান দিকে থাকা লাইব্রেরি বাটনে ট্যাপ করতে হবে। এরপর পরবর্তী পেজে প্রবেশ করে প্লে লিস্ট অপশন ট্যাপ করার পর ক্রিয়েট আ নিউ প্লে লিস্ট অপশন নির্বাচন করতে হবে। এবার পছন্দের ভিডিওগুলো নির্বাচনের পর নেক্সট বাটনে ট্যাপ করতে হবে। প্লে লিস্টের নামকরণ শেষে প্রাইভেসি নির্বাচন করে ক্রিয়েট বাটনে ট্যাপ করলেই পছন্দের ভিডিওর তালিকা তৈরি হয়ে যাবে।

কম্পিউটার থেকে ইউটিউবে পছন্দের ভিডিওর তালিকা তৈরির জন্য প্রথমে নির্দিষ্ট ভিডিও চালু করতে হবে। এরপর ভিডিওর শেয়ার বাটনের পাশে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করে সেভ অপশন নির্বাচনের পর ক্রিয়েট নিউ প্লে লিস্ট নির্বাচন করতে হবে। প্লে লিস্টের নামকরণ শেষে প্রাইভেসি অপশন নির্বাচন করে ক্রিয়েট বাটনে ট্যাপ করলেই পছন্দের ভিডিওর তালিকায় ভিডিওটি যুক্ত হয়ে যাবে। এভাবে আলাদাভাবে একাধিক ভিডিও তালিকায় যুক্ত করা যাবে।