গুগল ম্যাপসে থাকা অদ্ভুত এসব ছবির মানে কী
গুগল ম্যাপসের স্ট্রিট ভিউয়ের সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট স্থানের চারপাশের ছবি দেখা যায়। ফলে অচেনা কোনো স্থানে যাওয়ার আগে সেখানকার সামনে-পেছনে, ডানে-বাঁয়ে কী আছে তা ঘরে বসেই দেখতে পান ব্যবহারকারীরা। স্ট্রিট ভিউয়ের বেশির ভাগ ছবি বিশেষ গাড়ি দিয়ে তোলা হয়। তবে কিছু ছবি ট্রাইসাইকেল, উট, নৌকা, স্নোমোবাইল, পানির নিচে ব্যবহারযোগ্য কিছু যন্ত্রপাতি এবং হেঁটে তোলা হয়েছে। এসব ছবির মধ্যে অদ্ভুত অনেক ছবি রয়েছে। সেগুলো দেখে নেওয়া যাক।
গোবি মরুভূমিতে ‘এলিয়েন’ নিদর্শন
২০১১ সালে চীনের গোবি মরুভূমিতে অদ্ভুত কিছু নিদর্শন দেখা গিয়েছিল। সবাই ধরে নেন, এলিয়েনরা এসব তৈরি করে কোনো বার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ইউনিভার্সিটির মার্স স্পেস ফ্লাইট ফ্যাসিলিটির জোনাথন হিলের বিশ্লেষণে দেখা যায়, এসব নিদর্শন কোনো গুপ্তচর উপগ্রহকে ক্যালিব্রেট করার জন্য ব্যবহার করা হয়েছিল। মহাকাশে স্যাটেলাইট ক্যামেরার কোনো পরীক্ষায় ব্যবহার করা হতে পারে।
চোখ আকারের দ্বীপ
দক্ষিণ আমেরিকায় একটি রহস্যময় ভাসমান দ্বীপ দেখা যায় ২০১৮ সালে। গুগল আর্থে থাকা এই অদ্ভুত বস্তু খুঁজে বের করতে একদল পাগলাটে মানুষ অর্থ অনুদান গ্রহণ করতে শুরু করেন। যাঁরা ভিনগ্রহের প্রাণীতে বিশ্বাসী। তাঁরা মনে করেন—এটি কোনো ঘাঁটি, যেখানে এলিয়েন মহাকাশযান প্রবেশ করবে। যদিও দেখা যায়, এসব নকশা কোনো গাছের হতে পারে। এল ওজো নামের এই এলাকা আসলে প্রাকৃতিকভাবে গোলাকার গাছপালায় তৈরি হয়েছে।
কানাডার বিশাল চাকা
কানাডার একটি এলাকায় মাটিতে আঁকা একটি রহস্যময় প্যাটার্ন দেখা যায়। যেটি আগের আমলের জাহাজ চালানোর চাকার মতো একটি বিশাল নকশা। অদ্ভুত সেই বস্তু নিয়ে অনলাইনে অনেক গল্প দেখা যায়। বাস্তবে সেটি ছিল একটি উচ্চ ভোল্টেজ ডিসি বিদ্যুৎ ট্রান্সমিশন সিস্টেমের অংশ। কানাডার ম্যানিটোবায় সেই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
হেল্প
গুগল ম্যাপসে ইংরেজিতে হেল্প বা সাহায্য চাওয়ার বার্তাযুক্ত বিশাল একটি শব্দ দেখা যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। লস অ্যাঞ্জেলেসের এক জায়গা লেখা সাহায্য চাওয়ার সেই ছবি ইন্টারনেটে ঝড় তুলেছিল। গুগল আর্থ ব্যবহারকারীরা ক্যালিফোর্নিয়া শহরের একটি শিপইয়ার্ডের পাশে ও রেল রোডের কাছে অবস্থিত বর্জ্য রাখার একটি জায়গায় শব্দটি লেখা দেখেন। প্রথমে মনে করা হয়েছিল, মানব পাচার রোধে জনসাধারণ বা আইন প্রয়োগকারীকে সতর্ক করার জন্য এমন করছে। পরে ‘লাগাই’ নামের এক্স ব্যবহারকারী সেখানে যান। গিয়ে তিনি জানতে পারেন, এমন শব্দ জোসে নামের এক লোক লিখেছেন কয়েক বছর ধরে। কেন বার্তা লেখা হচ্ছে, তার কারণ জানা যায়নি।
পুতুলের গ্রাম
গুগল স্ট্রিট ভিউ ব্যবহারকারীরা জাপানের একটি গ্রাম দেখে হতবাক হয়ে যান। স্ট্রিট ভিউতে দেখা যায়, জাপানের একটি গ্রামে অদ্ভুত সব পুতুল একটি বাসস্টপেজে অপেক্ষা করছে। প্রথমে গ্রামটি ভুতুড়ে বলে মনে হয়েছিল। পরে জানা যায়, সেই সব পুতুল সুকিমি আয়ানো নামের এক শিল্পীর কাজ। তিনি বছরের পর বছর ধরে পুতুল তৈরি করছেন। সেই সব পুতুল গ্রামের চারপাশে রেখে দেন সুকিমি। কেউ মারা গেলে তাদের জায়গায় পুতুল রেখে আসেন তিনি। গ্রামটিতে মাত্র ৩৫ জন মানুষ বাস করেন। পুতুল তৈরির মাধ্যমে সুকিমি জাপানের গ্রামের মানুষ কমে যাওয়ার মতো সমস্যা তুলে ধরছেন। জাপানে ১০ হাজারের বেশি শহর ও গ্রাম একেবারে জনবসতিশূন্য বলে জানা যায়। বিষয়টিকে গুরুত্ব দিতে নিজের গ্রাম পুতুল দিয়ে সাজিয়েছেন তিনি।
দক্ষিণ মেরুতে উইনি দ্য পু
গুগল আর্থ ব্যবহারকারীরা দক্ষিণ মেরুর কাছাকাছি এলাকার একটি রাস্তায় উইনি দ্য পুকে খুঁজে পেয়েছেন। সেখানে জনপ্রিয় চরিত্র উইনি দ্য পুর পোশাক পরা এক ব্যক্তিকে দেখা যায়। দক্ষিণ মেরুর ম্যাকমুর্ডো স্টেশনের কাছে তোলা হয়েছে সেই ছবি। যদিও এর বেশি কিছু আর জানা যায়নি।
সূত্র: ডেইলি মেইল